কলকাতা, ১৫ জুলাই (হি.স.): কলকাতা ফুটবল লিগে মঙ্গলবার ইস্টবেঙ্গল হেরে গেল পাঠচক্রের বিরুদ্ধে। এর পরের ম্যাচই ডার্বি ম্যাচ। অনেক সুযোগ নষ্টের পর ইস্টবেঙ্গল গোল করতে ব্যর্থ। উল্টে শেষ মুহূর্তের গোলে মামণি পাঠচক্রের কাছে ১-০ গোলে হেরে গেল বিনো জর্জের দল। পাঠচক্রের হয়ে গোল করেন ডেভিড মতলা। এখনও পর্যন্ত লিগে অপরাজিত পাঠচক্র।
পরপর দুই ম্যাচে পয়েন্ট হারালো ইস্টবেঙ্গল। আগের ম্যাচে কাস্টমসের কাছে ড্র করেছিল ইস্টবেঙ্গল। ২ গোলে পিছিয়ে থেকে ম্যাচ ড্র করেছিল প্রভাত লাকরারা। কাস্টমস ম্যাচের পর লাল-হলুদের কোচ বিনো বলেছিলেন ফরোয়ারদের ব্যর্থতার জন্য এই অবস্থা । পরের ম্যাচে এ দিকটা লক্ষ্য রাখতে হবে। তার সেই কথা বারাকপুর স্টেডিয়ামে সমাধান হল না। ফরওয়ার্ডরা গোল করতে আজও ব্যর্থ সেই সঙ্গে দেখা গেছে ডিফেন্সে ফাঁকফোকর। যার সুফল তুলল পার্থ সেনের ছেলেরা। ৮৭ মিনিটে ইস্টবেঙ্গল ডিফেন্সের ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে ডেভিড মতলা গোল করল। লাল-হলুদের গোলকিপার আদিত্য পাত্র এগিয়ে এলেও শেষরক্ষা করতে পারেননি।
শেষের দিকে ইস্টবেঙ্গল সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল। কিন্তু দলের পতন রোধ করেন গোলরক্ষক অর্ণব দাস । তাছাড়া পাঠচক্রের গোটা রক্ষণবিভাগ ও এদিন দুর্দান্ত খেললো। চার ম্যাচের চারটিতে জিতে লিগ শীর্ষে এখন তারা। এখনও পর্যন্ত কোনও গোল খায়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি