কলকাতা, ১৫ জুলাই (হি.স.): শন ম্যাকলিন পোলক ১৯৭৩ সালে, ১৬ জুলাই কেপ প্রদেশে জন্মগ্রহণকারী দক্ষিণ আফ্রিকার প্রাক্তন বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেট তারকা। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি মূলত অল-রাউন্ডার হিসেবেই পরিচিত। বিশ্ব ক্রিকেটে সেরা অলরাউন্ডারদের মধ্যে তিনি অন্যতম। ২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। এছাড়াও, আফ্রিকা একাদশ, বিশ্ব একাদশ, ডলফিন্স এবং ওয়ারউইকশায়ার ক্লাবের পক্ষ হয়ে খেলেছেন ‘পলি’ ডাকনামে পরিচিত শন পোলক।
১০৮ টেস্টে অংশগ্রহণ করে দক্ষিণ আফ্রিকানদের মধ্যে তিনি শীর্ষস্থানীয় উইকেট সংগ্রহকারী, নিয়েছেন ৪২১ উইকেট ও ৩৭৮১ রান সংগ্রহ করেছেন। আর ওয়ানডে ক্রিকেটে ৩০৩ টি ম্যাচ খেলে নিয়েছেন ৩৯৩ উইকেট আর রান করেছেন ৩৫১৯। ১১ জানুয়ারি, ২০০৮ সালে তিনি আন্তর্জাতিক পর্যায়ের সকল স্তরের ক্রিকেট খেলা থেকে অবসর নেন। ক্রিকেট খেলায় অসামান্য অবদান রাখায় পোলক উইজডেন কর্তৃক ২০০৩ সালের সংস্করণে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে মনোনীত হন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি