চিনের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ এস জয়শংকরের
বেজিং, ১৫ জুলাই (হি. স.) : চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে দেখা করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক উন্নয়নের বিষয়টি শি জিনপিংয়ের নজরে এনেছেন তিনি। পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মো
চিনের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ এস জয়শংকরের


বেজিং, ১৫ জুলাই (হি. স.) : চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে দেখা করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক উন্নয়নের বিষয়টি শি জিনপিংয়ের নজরে এনেছেন তিনি। পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন।

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে বর্তমানে চিনে রয়েছেন জয়শংকর। পাঁচ বছরে এটাই তাঁর প্রথম চিন সফর। তিনি এক্স হ্যান্ডেলে পোস্টে লিখেছেন, ‘মঙ্গলবার সকালে বেজিংয়ে এসসিও বিদেশমন্ত্রীদের পাশাপাশি চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গেও দেখা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা পৌঁছে দিয়েছি। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক উন্নয়নের বিষয়ে রাষ্ট্রপতি জিনপিংকে অবগত করেছি।’

অন্যদিকে, সোমবার চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠকে ভারতের তরফে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা হ্রাসের বিষয়টি তুলে ধরা হয়। জয়শংকর বলেন, ‘গত নয় মাসে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে আমরা দারুণ অগ্রগতি অর্জন করেছি। এখন আমাদের উচিত সীমান্ত-সম্পর্কিত অন্য সমস্যাগুলির সমাধান করা।’ সোমবার বেজিংয়ে চিনের উপরাষ্ট্রপতি হান ঝেংয়ের সঙ্গেও বৈঠক করেছেন বিদেশমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে চিনের সঙ্গে খোলামেলা আলোচনার আহ্বান জানান।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande