বিভিন্ন গ্রামে হামলা আরএসএফের, সুদানে নিহত ৩০০
খার্তুম, ১৫ জুলাই (হি.স.): ফের রক্তাক্ত গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদান। প্রায় দু’বছর ধরে উত্তর আফ্রিকার এই দরিদ্র দেশের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ চলছে দেশের আধাসামরিক বাহিনী, র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর। জানা গেছে, গত কয়েক দিনে উত্তর কোরদোফান প্র
বিভিন্ন গ্রামে হামলা আরএসএফের, সুদানে নিহত ৩০০


খার্তুম, ১৫ জুলাই (হি.স.): ফের রক্তাক্ত গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদান। প্রায় দু’বছর ধরে উত্তর আফ্রিকার এই দরিদ্র দেশের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ চলছে দেশের আধাসামরিক বাহিনী, র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর।

জানা গেছে, গত কয়েক দিনে উত্তর কোরদোফান প্রদেশের বিভিন্ন গ্রামে হামলা চালায় আরএসএফের সশস্ত্র বাহিনী। গ্রামবাসীদের উপরে নির্বিচারে গুলি চালানো হয় বলে অভিযোগ। নিরস্ত্র গ্রামবাসীদের উপরে হওয়া সেই হামলায় ইতিমধ্যেই ৩০০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অন্তঃসত্ত্বা মহিলা এবং শিশুরাও রয়েছে। শুধুমাত্র শাগ আলনোম নামে একটি গ্রামেই ২০০ জন মারা গিয়েছেন। জানা যাচ্ছে, সাম্প্রতিক হামলায় প্রায় ৩৪০০ জনের বেশি মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande