মালদা, ১৬ জুলাই (হি.স.): চাঁচল থেকে কাজের জন্য পাঞ্জাবের লুধিয়ানায় গিয়েছিলেন ছ’জন। তাঁদের গ্রেফতার করেছে লুধিয়ানার পুলিশ। বুধবার পরিবারগুলিকে আশ্বাস দিতে বেলপুকুর গ্রামে গিয়েছিলেন মালদা জেলা ওয়েলফেয়ার কমিটির সদস্য তথা সহকারী সভাধিপতি রফিকুল হোসেন। তিনি শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য রাজ্য পরিযায়ী শ্রমিক কমিটির চেয়ারম্যান সামিরুল ইসলামকে বিষয়টি জানিয়েছেন।
বর্তমানে তাঁরা লুধিয়ানার সেন্ট্রাল জেলে বন্দি রয়েছেন। ঘটনায় উদ্বিগ্ন ওই ৬ পরিযায়ী শ্রমিকের পরিবারের সদস্যরা। তাঁদের ফিরিয়ে আনার জন্য সরকারি হস্তক্ষেপের দাবি তুলেছে ওইসব অসহায় পরিবার। বুধবার মালদহ জেলা প্রশাসনও তাঁদের ফিরিয়ে আনার চেষ্টা শুরু করেছে বলে খবর।
মালদার চাঁচল ১ ব্লকের বেলপুকুরের ৬ জন পরিযায়ী শ্রমিক লুধিয়ানায় গিয়েছিলেন। জাকির হোসেন, রাইহান আলম, কুরবান আলি, আজম আলি, মিনজার আলি ও মুক্তার আলম নামে ওই ছ’জন লুধিয়ানার একটি হোটেলে কাজ করছিলেন। সেখানে মাংস কাটার সময় স্থানীয়রা তাঁদের গণধোলাই দেয় বলে অভিযোগ। শুধু তাই নয়, তাঁদের গ্রেফতারির দাবি জানানো হয়। পরে পুলিশ বাংলার ওই ছয় পরিযায়ী শ্রমিককে গ্রেফতার করে। ধৃতদের মারধর করা হয় বলেও অভিযোগ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত