কৃষ্ণাই (অসম), ১৭ জুলাই (হি.স.) : অসমের গোয়ালপাড়া জেলার অন্তৰ্গত কৃষ্ণাইয়ের পাইকান রিজার্ভ ফরেস্টে জবরদখলকারী জনতার সশস্ত্ৰ হামলা পুলিশ ও বন কর্মীদের ওপর। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। পুলিশের গুলিতে শাকুয়ার হোসেন নিহত এবং আহত হয়েছেন কয়েকজন জবরদখলকারী। তাদের মধ্যে কুতুবুদ্দিন শেখ নামের এক ব্যক্তির অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। এছাড়া উত্তেজিত মহিলা-পুরুষ জবরদখলকারীদের পাথর ও লাঠির ঘায়ে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ এবং বন সুরক্ষা কর্মীও। বিস্তারিত খবরের অপেক্ষায়।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস