নয়াদিল্লি, ১৭ জুলাই (হি.স.): পাঁচ বছরের সন্তানকে নিয়ে উধাও হয়ে গিয়েছেন রুশ মা! তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট অবিলম্বে ওই রুশ মহিলাকে খুঁজে বার করার নির্দেশ দিয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিদেশ মন্ত্রককে লুকআউট নোটিস জারি করতে বলেছে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গে দিল্লি পুলিশকেও পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে, কোনও সময় নষ্ট না করে সন্তান-সহ ওই মহিলাকে খুঁজে বার করতে হবে।
ছেলেকে ফিরে পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন চন্দননগরের বাসিন্দা সৈকত বসু। এদিন আদালত জানিয়েছে, বাবার হাতে শীঘ্র শিশুকে তুলে দিতে হবে। রুশ মহিলা যাতে কোনও ভাবেই দেশের বাইরে যেতে না পারেন, তা নিশ্চিত করতে বলেছে আদালত। তার জন্য দেশের বিভিন্ন প্রান্তে বিমানবন্দরগুলিতে নজরদারি বৃদ্ধি করা হবে।
হুগলি জেলার চন্দননগরের বোসপাড়ার বাসিন্দা সৈকত। বিদেশে কাজের সূত্রে তাঁর সঙ্গে আলাপ হয়েছিল ভিক্টোরিয়ার। তাঁরা বিয়ে করেন। ২০২০ সালে তাঁদের সন্তানের জন্ম হয়। কিন্তু সংসারে নানা অশান্তির কারণে একটা সময়ের পর স্বামী-স্ত্রী আলাদা থাকতে শুরু করেন। দীর্ঘ দিন ধরেই ছেলের হেফাজত নিয়ে বাবা এবং মায়ের আইনি লড়াই চলছিল। আদালতের নির্দেশে তিন দিন ছেলেকে নিজের কাছে রাখার অনুমতি পেয়েছিলেন রাশিয়ান মহিলা। সপ্তাহের বাকি দিনগুলিতে শিশুর তার বাবার কাছে থাকার কথা ছিল।
অভিযোগ, ৭ জুলাই স্কুলের সময়ের পর থেকে শিশু বা তার মায়ের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। মহিলার আইনজীবীরাও বাবাকে নানা ভাবে বিভ্রান্ত করছেন বলে অভিযোগ। এই সংক্রান্ত মামলার শুনানি বৃহস্পতিবার হয় শীর্ষ আদালতে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত