উদুপি, ১৭ জুলাই (হি.স.) : কর্ণাটকের উদুপি জেলার বায়ানদুর তালুকের গাঙ্গোলিতে দুই দিন আগে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিন জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
নিহতদের নাম সুরেশ খারভি (৪৫), রোহিত খারভি (৩৮) এবং জগদীশ খারভি (৩৬)। তথ্য অনুসারে, দুই দিন আগে আরব সাগরে তীব্র ঢেউয়ের কারণে জেলেদের নৌকাডুবির ঘটনা ঘটে। এই সময় একজন জেলে জলে পড়ে যান, তাকে বাঁচাতে গিয়ে অন্য দুজনও ডুবে যান। জেলা প্রশাসন তিনজনের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।
উদুপি জেলার ভারপ্রাপ্ত মন্ত্রী লক্ষ্মী হেব্বালকর এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। মন্ত্রী আশ্বাস দিয়েছেন যে তিনি শীঘ্রই উদুপি জেলা পরিদর্শন করবেন এবং শোকাহত পরিবারের সাথে দেখা করবেন এবং রাজ্য সরকার নিয়ম অনুযায়ী যথাযথ ক্ষতিপূরণ প্রদান করা হবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি