টানা অষ্টমবার স্বচ্ছ শহরের খেতাব জিতল ইন্দোর, দ্বিতীয় গুজরাটের সুরাট
নয়াদিল্লি, ১৭ জুলাই (হি.স.): টানা অষ্টমবার স্বচ্ছ শহরের খেতাব জিতল মধ্যপ্রদেশের ইন্দোর। এবার দ্বিতীয় হয়েছে গুজরাটের সুরাট এবং তৃতীয় মহারাষ্ট্রের নভি মুম্বই। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার মর্যাদাপূর্ণ স্বচ্ছ সর্বেক্ষণ ২০২৪-২৫ পুরস্কার প্রদান ক
টানা অষ্টমবার স্বচ্ছ শহরের খেতাব জিতল ইন্দোর, দ্বিতীয় গুজরাটের সুরাট


নয়াদিল্লি, ১৭ জুলাই (হি.স.): টানা অষ্টমবার স্বচ্ছ শহরের খেতাব জিতল মধ্যপ্রদেশের ইন্দোর। এবার দ্বিতীয় হয়েছে গুজরাটের সুরাট এবং তৃতীয় মহারাষ্ট্রের নভি মুম্বই। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার মর্যাদাপূর্ণ স্বচ্ছ সর্বেক্ষণ ২০২৪-২৫ পুরস্কার প্রদান করেছেন। ইন্দোর টানা অষ্টমবারের মতো ভারতের সবচেয়ে স্বচ্ছ ও পরিষ্কার শহরের খেতাব জিতেছে। কেন্দ্রীয় সরকারের বার্ষিক স্বচ্ছতা সমীক্ষায় সুরাট দ্বিতীয় এবং নভি মুম্বই তৃতীয় স্থানে রয়েছে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার নতুন দিল্লির বিজ্ঞান ভবনে এক অনুষ্ঠানে মর্যাদাপূর্ণ স্বচ্ছ সর্বেক্ষণ ২০২৪-২৫ পুরস্কার প্রদান করেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খাট্টারও উপস্থিত ছিলেন। বিশ্বের বৃহত্তম পরিচ্ছন্নতা সমীক্ষা, স্বচ্ছ সর্বেক্ষণের এটি নবম সংস্করণ। এই অনুষ্ঠানে ভারতের পরিচ্ছন্নতম শহরগুলির নাম প্রকাশ করা হয়। স্বচ্ছ ভারত মিশন – নগরের আওতায় যেসব শহর অক্লান্ত পরিশ্রম করেছে, তাদের স্বীকৃতি জানানো হয়। স্বচ্ছ ভারত মিশন - শহরের আওতায় স্বচ্ছ সর্বেক্ষণ, ভারতের শহরাঞ্চলে পরিচ্ছন্নতার দিকে যাত্রার এক চালিকাশক্তি হয়ে উঠেছে। এই বছর এই পুরস্কার শুধু শীর্ষ স্বচ্ছ শহরগুলির উদযাপনই করবে না, একইসঙ্গে ছোট শহরগুলিকে স্বীকৃতি দিয়ে তাদের উৎসাহিত করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande