জলন্ধর, ১৬ জুলাই (হি.স.): পঞ্জাবের কিংবদন্তি ম্যারাথন দৌড়বীর ফৌজা সিংয়ের বিশ্বের সবচেয়ে বয়স্ক ক্রীড়াবিদ ফৌজা সিংকে আঘাতকারী অভিযুক্ত এনআরআই অমৃতপাল সিং ধিলনকে বুধবার জলন্ধর আদালত ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। বুধবার পঞ্জাব পুলিশ জানিয়েছে, পুলিশ ৩০ ঘণ্টার মধ্যে ১১৪ বছর বয়সী ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিংয়ের হিট-এন্ড-রান মামলার সমাধান করেছে। জলন্ধরে ১১৪ বছর বয়সী ক্রীড়াবিদ ফৌজা সিং সোমবার সন্ধ্যায় বাড়ির বাইরে হাঁটছিলেন, তখন একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। আহত হওয়ার পর ফৌজা সিংকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান। এরপর জলন্ধর পুলিশ মঙ্গলবার গভীর রাতে কর্তারপুরের দাসুপুর গ্রামের বাসিন্দা এনআরআই অমৃতপাল সিং ধিলনকে গ্রেফতার করে। অমৃতপালের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বুধবার সকালে ফরচুনার গাড়িটিও উদ্ধার করে। মঙ্গলবার রাতভর ভোগপুর থানায় অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হয়। ধৃত অভিযুক্ত অমৃতপাল সিংকে বুধবার জলন্ধর আদালতে হাজির করা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া