২০০-র বেশি সড়ক বন্ধ, হিমাচলে ভারী বৃষ্টি হলুদ সতর্কতা জারিই
শিমলা, ১৬ জুলাই (হি.স.): বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হিমাচল প্রদেশ, ২০০-র বেশি সড়ক এখনও বন্ধ রয়েছে। চলতি সপ্তাহভর হিমাচল প্রদেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হিমাচলে বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ৭৮৬ কোটি টাকা
স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হিমাচলে, ১৭ জুলাই পর্যন্ত জারি হলুদ সতর্কতা


শিমলা, ১৬ জুলাই (হি.স.): বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হিমাচল প্রদেশ, ২০০-র বেশি সড়ক এখনও বন্ধ রয়েছে। চলতি সপ্তাহভর হিমাচল প্রদেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

হিমাচলে বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ৭৮৬ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। এই বর্ষায় হিমাচল প্ৰদেশে ৩১টি আকস্মিক বন্যা, ২২টি মেঘভাঙা বৃষ্টি এবং ১৮টি ভূমিধসের ঘটনা ঘটেছে। শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মান্ডি জেলার প্রায় ১৬০টি রাস্তা বন্ধ রয়েছে। এছাড়াও ১৫৩টি জল সরবরাহ প্রকল্প ও ৬৭টি বিদ্যুৎ ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande