হারাং নদীতে নৌকা চলাচলে কাছাড় জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা, নিরাপত্তার স্বার্থে জারি নতুন নির্দেশিকা
শিলচর (অসম), ২ জুলাই (হি.স.) : হারাং নদীর ওপর কটিগড়া রাজস্ব চক্রাধীন যে সেতু সম্প্রতি ভেঙে পড়েছে, তাতে এলাকা বর্তমানে বিপজ্জনক ও প্রাণ-সম্পত্তির জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে কাছাড় জেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে এলাকাকে ‘সংবেদনশীল অঞ
হারাং নদীতে নৌকা চলাচলে কাছাড় জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা, নিরাপত্তার স্বার্থে জারি নতুন নির্দেশিকা


শিলচর (অসম), ২ জুলাই (হি.স.) : হারাং নদীর ওপর কটিগড়া রাজস্ব চক্রাধীন যে সেতু সম্প্রতি ভেঙে পড়েছে, তাতে এলাকা বর্তমানে বিপজ্জনক ও প্রাণ-সম্পত্তির জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে কাছাড় জেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে এলাকাকে ‘সংবেদনশীল অঞ্চল’ হিসেবে চিহ্নিত করে নদীত নৌকা চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে।

প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০০৫ অনুযায়ী জারিকৃত নির্দেশিকার উদ্দেশ্য জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনও ধরনের দুর্ঘটনা রোধ করা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ৬-টা থেকে সন্ধ্যা ৬-টা পর্যন্ত নির্দিষ্ট সময়সীমার মধ্যেই নৌকা চলাচল করতে পারবে। এর বাইরে নৌকাচালনা সম্পূর্ণ নিষিদ্ধ।

এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নেওয়া হয়েছে যাতে সেতু ভেঙে পড়ার পর প্রতিকূল পরিস্থিতিতে কোনও প্রাণহানি বা অবাঞ্ছিত ঘটনা না ঘটে। নির্দেশনাটি কার্যকর করার জন্য ভাঙারপার পুলিশ আউটপোস্টের অফিসার ইনচার্জকে দায়িত্ব দেওয়া হয়েছে তদারকি ও কঠোর নজরদারির জন্য। পাশাপাশি কটিগড়া রাজস্ব চক্রের সার্কল অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে সমগ্র প্রক্রিয়ার সমন্বয় ও তত্ত্বাবধানে থাকার জন্য।

এছাড়া জনসচেতনতা বৃদ্ধি করতে কাছাড় জেলা তথ্য ও জনসংযোগ দফতরকে এই নির্দেশের ব্যাপক প্রচার করতে। প্রশাসন একই সঙ্গে কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, এই নির্দেশিকা অমান্য করলে দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০০৫ এবং প্রযোজ্য অন্যান্য আইনের অধীনে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

কাছাড় জেলার ভারপ্রাপ্ত আয়ুক্ত স্পষ্টভাবে জানিয়েছেন, এটি শুধুমাত্র প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক পদক্ষেপ যা ইতিমধ্যেই পরিকাঠামোগত ক্ষতির শিকার এলাকাকে আরও বিপর্যয় থেকে রক্ষা করার লক্ষ্যে গৃহীত হয়েছে। শিলচরের তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande