৯ জুলাই ধর্মঘট, বিলোনিয়ায় বামপন্থী কর্মচারী সংগঠনের কনভেনশন
বিলোনিয়া (ত্রিপুরা), ৩ জুলাই (হি.স.) : কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার কর্তৃক প্রদত্ত শ্রমিক বিরোধী ৪টি শ্রম কোড বাতিল করা, শিক্ষার বেসরকারিকরণ রোধ করা, নতুন পেনশন প্রকল্প বাতিল, নূন্যতম মজুরী ২৬ হাজার টাকা করা সহ রাজ্যের আরও ১১দফা দাবিকে নি
কনভেনশন অনুষ্ঠিত


বিলোনিয়া (ত্রিপুরা), ৩ জুলাই (হি.স.) : কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার কর্তৃক প্রদত্ত শ্রমিক বিরোধী ৪টি শ্রম কোড বাতিল করা, শিক্ষার বেসরকারিকরণ রোধ করা, নতুন পেনশন প্রকল্প বাতিল, নূন্যতম মজুরী ২৬ হাজার টাকা করা সহ রাজ্যের আরও ১১দফা দাবিকে নিয়ে গোটা দেশের সাথে ত্রিপুরাতেও ৯ জুলাই সাধারণ ধর্মঘট পালনের জন্য সকল অংশের মানুষের কাছে আবেদন জানালেন ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির (এইচ.বি.রোড) তথা টিইসিসি এর নেতৃত্বরা।

বৃহস্পতিবার সাংগঠনিক কনভেনশন করে নিজেদের মতামত তুলে ধরেন টিইসিসি (এইচ.বি.রোড) বিলোনিয়া বিভাগীয় কমিটির নেতৃত্বরা। সভায় আলোচনা করেন টিইসিসি এর বিলোনিয়া কমিটির চেয়ারম্যান জীবন শীল, বিভাগীয় সম্পাদক ধীমান চক্রবর্তী, প্রাক্তন শিক্ষক নেতা বিপ্লব ভূঁইয়া। কনভেনশনে সভাপতিত্ব করেন বেসরকারি শিক্ষক সমিতির নেতৃত্ব শুভ্রা বৈদ্য।

বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে আসা সংগঠনের নেতা কর্মীদের সামনে ভারত ধর্মঘটের সমর্থনে বক্তারা বলেন, গোটা দেশের সাধারণ মানুষের কাছে বিকল্প আজ সীমিত। শ্রমিক, কৃষক, মেহেনতী মানুষ, শিক্ষক-কর্মচারী সকল অংশের মধ্যে আজ বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ পুঞ্জিভূত হচ্ছে। মানুষ দিশেহারা। স্বাধীনতার পর থেকে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক অধিকারগুলি কেড়ে নিচ্ছে কেন্দ্রের সরকার। বাধ্য হয়েই দেশের সকল রাজনৈতিক দল তাদের ট্রেড ইউনিয়নগুলি ৯ জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে।

সিআইটিইউ এবং বামপন্থী শ্রমিক সংগঠনগুলি এই ধর্মঘটের সমর্থনে ইতিমধ্যেই প্রচারে নেমেছে। দেশের ও রাজ্যের সাধারণ মানুষের স্বার্থে এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে টিইসিসি (এইচ. বি. রোড) সহ অন্য বামপন্থী কর্মচারী সংগঠনগুলিও। এই ধর্মঘটের বার্তা সকল অংশের মানুষের কাছে পৌঁছে দিতেই এদিনের কনভেনশন বলে জানিয়েছেন সংগঠনের বিলোনিয়ার নেতৃত্বরা।

প্রসঙ্গত, ৬ জুলাই সকাল ১১টায় ত্রিপুরা সরকারী কর্মচারী সমিতি বিলোনিয়া বিভাগীয় কমিটির উদ্যোগে রক্তদান উৎসবের আয়োজন করা হবে বলে জানান সংগঠনের বিভাগীয় সম্পাদক সত্যনারায়ণ চক্রবর্তী। এই কর্মসূচি সফল করতে সকলের প্রতি আবেদন জানান তিনি।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande