ফের ধস লামডিং-বদরপুর পাহাড় লাইনে, বাতিল ট্রেন চলাচল, বিভিন্ন স্টেশনে আটক বেশ কয়েকটি যাত্ৰীবাহী ট্ৰেন
হাফলং (অসম), ৩ জুলাই (হি.স.) : লামডিং-বদরপুর পাহাড় লাইনে ফের ধস নেমেছে। ফলে ওই রুটে সব ট্রেন বাতিল করেছে যাচ্ছে উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার বেলা ২.০০টা নাগাদ পাহাড় লাইনের মুপা স্টেশনের কাছে ৫১/২ কিলোমিটার অংশে ধস নামে। যার দরুন ক
লামডিং-বদরপুর পাহাড় লাইনের মুপা স্টেশনের কাছে ৫১/২ কিলোমিটার অংশে ধস


হাফলং (অসম), ৩ জুলাই (হি.স.) : লামডিং-বদরপুর পাহাড় লাইনে ফের ধস নেমেছে। ফলে ওই রুটে সব ট্রেন বাতিল করেছে যাচ্ছে উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার বেলা ২.০০টা নাগাদ পাহাড় লাইনের মুপা স্টেশনের কাছে ৫১/২ কিলোমিটার অংশে ধস নামে। যার দরুন কয়েক ঘণ্টার জন্য ওই রটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে সব ট্রেন বাতিল করা হয়েছে।

জানা গেছে, যে সময় মুপা স্টেশনের কাছে পাহাড় থেকে মাটি নেমে আসে, ঠিক সে সময় সেখান দিয়ে শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস যাচ্ছিল। কিন্তু ট্রেনের লকো পাইলট মুপা স্টেশন পার হয়ে কিছু দূর আসার পর দেখেন পাহাড় থেকে মাটি-পাথর নেমে আসছে। সঙ্গে সঙ্গে লকো পাইলট ট্রেনটি সেখানে থামিয়ে দেন। পরে সেখান থেকে শিলচর-গুয়াহাটি এক্সপ্রেসকে পুনরায় মুপা স্টেশনে ফিরেয়ে নেওয়া হয়।

এদিকে পাহাড় লাইনে পুনরায় ধস নেমে রেল পরিষেবা ব্যাহত হয়ে পড়ায় উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকে রেখেছে। তার মধ্যে ১৫৬১৬ নম্বর শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস মুপায়, ১৩১৭৪ নম্বর সাব্রুম-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মাহুরে, ১২৫২৬ নম্বর আগরতলা-লোকমান্য তিলক এক্সপ্রেস নিউহাফলঙে, ১৫৬১৮ নম্বর দুল্লভছড়া-গুয়াহাটি ডিটেকছড়ায়, ১৪৬১৯ নম্বর আগরতলা-ফিরোজপুর ত্রিপুরাসুন্দরী এক্সপ্রেস জিরানিয়া স্টেশনে আটকে রাখা হয়েছে।

রেল কর্তৃপক্ষ ধস সাফাই করে রেলপথকে সচল করে তুলতে কাজে হাত দিয়েছেন। তবে ধস-বিধ্বস্ত মুপা এলাকায় এখনও পাহাড় থেকে মাটি নেমে আসছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ২৩ জুন বদরপুর-লামডিং পাহাড় লাইনের জাটিঙ্গা লামপুর ও নিউহাফলং স্টেশনের মধ্যবর্তী ১০৮/৭-৮ কিলোমিটারে ধস নেমে প্রায় সাত দিন ট্রেন চলাচল বন্ধ ছিল। ধস সাফাই করে গত রবিবার পাহাড় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে ওঠে। কিন্তু আজ দুপুরে মুপা স্টেশনের কাছে ৫১/২ কিলোমিটারে ফের ধস নেমে পাহাড় লাইনে রেল চলাচল বিঘ্নিত হয়েছে। তবে রেলওয়ে ট্র্যাককে সাফাই করে আজ রাতের মধ্যে পাহাড় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের কর্মীরা।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande