শুক্রবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস
কলকাতা, ৪ জুলাই (হি.স.): ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। শুধু দক্ষিণবঙ্গ নয়, রবিবার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের একাধ
Rain


কলকাতা, ৪ জুলাই (হি.স.): ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। শুধু দক্ষিণবঙ্গ নয়, রবিবার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায়।

শুক্রবার কলকাতায় বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। এদিন বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শনিবার হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার পর্যন্ত এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। অন্যদিকে উত্তরবঙ্গে শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে এবং শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande