খোয়াই (ত্রিপুরা), ৩ জুলাই (হি.স.) : একটি বেসরকারি ব্রোকিং ফার্মের মাধ্যমে শেয়ার বাজারে বিনিয়োগ করার পর একজন অবসরপ্রাপ্ত টিএসআর জওয়ান তাঁর ৭২ লক্ষ টাকার সঞ্চয় হারিয়েছেন বলে জানা গেছে। খোয়াই জেলার জাম্বুরা গ্রামের বিধান চন্দ্র দাস থানায় ঘটনার বিস্তারিত জানিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ অনুসারে, তাপস শুক্লাদাস নামে একজনের দ্বারা বেসরকারি ব্রোকিং ফার্মের সাথে পরিচয় হয় বিধান চন্দ্র দাসের।তাঁর পেনশন তহবিল থেকে অর্থ বিনিয়োগ করেছিলেন। ৮ সেপ্টেম্বর, ২০২০ তারিখে প্রথম ৫ লক্ষ টাকার বিনিয়োগ করা হয়েছিল। বাজারের পারফরম্যান্স নির্বিশেষে ২ শতাংশ মাসিক রিটার্নের কোম্পানির প্রতিশ্রুতিতে উৎসাহিত হয়ে তিনি পর্যায়ক্রমে বিনিয়োগ চালিয়ে যান। বিনিয়োগের পরিমাণ অবশেষে মোট ৭২ লক্ষ টাকায় পৌঁছে।
বিনিয়োগকারী বিধান চন্দ্র দাস কোম্পানির সাথে একটি চুক্তিও করেছিলেন। চুক্তি মোতাবেক শেয়ার বাজারের লাভ বা ক্ষতি নির্বিশেষে তাঁকে মাসিক সুদ প্রদানের নিশ্চয়তা দেওয়া হয়। তবে, পরে তিনি জানতে পারেন কোম্পানিটি উধাও হয়ে গেছে এবং তিনি কোম্পানির আর কোনও প্রতিনিধির সাথে যোগাযোগ করতে পারছেন না।
কোনও বিকল্প না দেখে অবসরপ্রাপ্ত টিএসআর জওয়ান খোয়াই পুলিশের দ্বারস্থ হন। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে, খোয়াই থানা মামলা নেয়। মামলার নং ৩১/২০২৫। মামলা হয় ভারতীয় দণ্ডবিধির ধারা ৩২০ এবং বিএনএসের ধারা ৩১৮(৪) এর অধীনে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে এলএফএস ব্রোকিং প্রাইভেট লিমিটেডের এমডি হলেন সৈয়দ রহমান। তিনি বর্তমানে অন্য একটি মামলায় ওড়িশার খুরদা জেলায় বিচার বিভাগের হেফাজতে রয়েছেন।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das