কলকাতা, ২ জুলাই (হি. স.) : ভোট-পরবর্তী হিংসা মামলায় প্রথমবার দোষী সাব্যস্ত করল আদালত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের অভিযোগ দায়ের করা ভোট-পরবর্তী হিংসা একটি মামলার বিচারপর্ব বুধবার শেষ হয়। ভোট-পরবর্তী হিংসা মামলায় এই প্রথমবার দোষী সাব্যস্ত করা হয়েছে। এক নাবালিকাকে ধর্ষণের সঙ্গে যুক্ত ভোট-পরবর্তী হিংসা মামলার বিচারপর্ব এদিন শেষ হয়।
উল্লেখ্য, ২০২১ সালের ২ মে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছিল। এর তিনদিন পর অর্থাৎ ৫ মে রাজ্যের বিভিন্ন জায়গাতে ভোট-পরবর্তী হিংসা ছড়িয়ে পড়ে এবং হত্যা, ধর্ষণ এবং ধর্ষণের চেষ্টার বেশ কয়েকটি খবর সংবাদের শিরোনাম উঠে আসে। এর পর কলকাতা হাইকোর্টে বেশ কয়েকটি রিট পিটিশন দায়ের করা হয়। মানবাধিকার কমিশনও এই ভোট-পরবর্তী হিংসা মামলায় সক্রিয় অংশগ্রহণ করে।
আদালতে দেওয়া সাক্ষ্য এবং মানবাধিকার কমিশনের বিভিন্ন প্রতিবেদনের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ ওই বছরের ১৯ আগস্ট ভোট-পরবর্তী হিংসা মামলাগুলি তদন্তের জন্য সিবিআই-এর কাছে পাঠানোর নির্দেশ জারি করে। কলকাতা হাইকোর্টের আদেশ মেনে সিবিআই ভোট-পরবর্তী হিংসার বেশ কয়েকটি অভিযোগ নথিভুক্ত করে ভারতজুড়ে সিবিআই কর্তারা তদন্তের জন্য বিশেষ দল গঠন করেছিল। তদন্তের পর বেশিরভাগ ক্ষেত্রেই চার্জশিট দাখিল করা হয়েছিল। এমনকি দ্রুত বিচারের জন্য সিবিআই বিশেষ আইনজীবীও নিয়োগ করেছিল।
প্রায় ৯ বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণের ঘটনার একটি মামলা সিবিআই মালদা জেলার মানিকচক থানায় একটি মামলার তদন্তভার গ্রহণ করে মামলা নথিভুক্ত করেছিল। তদন্তে জানা গেছে, ওই বছর ৪ জুন সন্ধ্যায় অভিযুক্ত রফিকুল ইসলাম ওরফে ভেলু (মালদার একটি সরকারি বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক) অভিযুক্তের আম বাগানে খেলার সময় ৯ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে। ঘটনার প্রত্যক্ষদর্শী নির্যাতিতা নাবালিকার খুড়তুতো বোন, যে নিজেও প্রায় ১০ বছরের এক নাবালিকা। নির্যাতিতা নাবালিকা এবং প্রত্যক্ষদর্শী নাবালিকার ধর্ষণের ঘটনা সম্পর্কে জোরালোভাবে জবানবন্দি আদালতে দেয়।
আজ বুধবার পশ্চিমবঙ্গের মালদার দ্বিতীয় (পকসো আদালত) অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক পূর্ণাঙ্গ শুনানি এবং সাক্ষ্য প্রমাণের পর অভিযুক্ত রফিকুল ইসলাম ওরফে ভেলুকে পকসো আইনের ৬ এবং ভারতীয় দণ্ডবিধির ৩৭৬এবি ধারার অধীনে ১২ বছরের কম বয়সী এক নাবালিকাকে ধর্ষণের জন্য দোষী সাব্যস্ত করেন। এই নজিরে এটাই রাজ্যে প্রথম ভোট-পরবর্তী হিংসা মামলার বিচার শেষ হয়েছে এবং অভিযুক্তকে দোষী সাব্যস্ত হয়েছে। আগামী ৪ জুলাই শুক্রবার এই মামলার সাজা ঘোষণা করা হতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া