লখনউ, ৩ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে উত্তর প্রদেশে প্রথম বীজ পার্ক স্থাপন করা হচ্ছে। বৃহস্পতিবার বিধান ভবনের ৮ নম্বর কমিটি রুমে বীজ প্রক্রিয়াকরণ উদ্যোক্তাদের সঙ্গে একটি বৈঠক করেন রাজ্যের কৃষি, কৃষি শিক্ষা ও কৃষি গবেষণা মন্ত্রী সূর্য প্রতাপ শাহী। এই উপলক্ষে প্রস্তাবিত চৌধুরী চরণ সিং বীজ পার্কের রূপরেখা তৈরি করা হয় এবং নিয়ম, শর্তাবলী এবং সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ৩৫টি বীজ কোম্পানির প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী শাহী জানান, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে উত্তর প্রদেশে প্রথম বীজ পার্ক স্থাপন করা হচ্ছে। তিনি বলেন, এই পার্কটি রাজ্যকে বীজ উৎপাদনের ক্ষেত্রে আত্মনির্ভর এবং বিশ্বব্যাপী প্রতিযোগিতায় সক্ষম করে তুলবে। তিনি আরও জানান, লখনউ জেলার মালিহাবাদ এলাকায় অবস্থিত আটারি, নৌবস্তা এবং সুরতি খেদা গ্রামে মোট ১৩০.৬৩ একর জমিতে চৌধুরী চরণ সিং বীজ পার্ক তৈরি করা হচ্ছে। এই পার্কে মোট ২৬টি শিল্প প্লট তৈরি করা হবে এবং বীজ উৎপাদনের সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠানগুলিকে ৩০ বছরের লিজে বরাদ্দ দেবে।.
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া