কিছু জেলার এসপি, ডি এম-দের কেন্দ্রীয় নির্দেশিকা, তোপ মুখ্যমন্ত্রীর
কলকাতা, ২২ জুলাই (হি.স.): কিছু জেলার পুলিশ সুপার এবং ডিএমদের কেন্দ্রের পাঠানো চিঠি নিয়ে চিঠি মঙ্গলবার তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রীয় নির্দেশিকা ঘিরে নতুন করে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী এ দিন
মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ২২ জুলাই (হি.স.): কিছু জেলার পুলিশ সুপার এবং ডিএমদের কেন্দ্রের পাঠানো চিঠি নিয়ে চিঠি মঙ্গলবার তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রীয় নির্দেশিকা ঘিরে নতুন করে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।

নবান্ন থেকে মুখ্যমন্ত্রী এ দিন জানান, ''হরিয়ানা সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলার পুলিশ সুপার এবং ডিএমদের চিঠি দেওয়া হয়েছে। তাতে কিছু নাম উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ওই নামগুলি যাচাই করে জানাতে হবে। ওরা কী বাংলা দখল করতে চাইছে? এখানে কি ভাষা সন্ত্রাস চলছে? এভাবে জেলা বেছে বেছে মানুষদের সঙ্কটে ফেলার চেষ্টা চলছে।''

যে নির্দেশিকার কথা বলা হচ্ছে তাতে উল্লেখ করা হয়েছে — মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, উত্তর ২৪ পরগনার মতো সীমান্তবর্তী জেলাগুলিতে ৫২ জনের নাম, ঠিকানা যাচাই করে পাঠাতে হবে।

মুখ্যমন্ত্রী এই নির্দেশকে সরাসরি কটাক্ষ করে বলেন, “এটা কি ভাষা সন্ত্রাস? এবার তো একেবারে বেছে বেছে করা হচ্ছে। কে কোন জেলার মানুষ, কে কবে এসেছেন — সব যাচাই করে দেশভাগের পরিবেশ তৈরি হচ্ছে। দেশের ভেতরে বিভাজন সৃষ্টি করা হচ্ছে।”

কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করে তিনি আরও বলেন, “ডবল ইঞ্জিন সরকার নিজেদের চরকায় তেল দিন। কালী মন্দির ভেঙে দিয়েছেন, ডিটেনশন ক্যাম্পে মানুষকে আটকে রেখেছেন। এভাবে চললে দেশ ভাগ হয়ে যেতে পারে।”

তাঁর হুঁশিয়ারি, “যদি কেউ ভাবেন এসব করে বাংলায় দিল্লির মতো ক্ষমতায় আসবেন, তাহলে বলব গতকাল রাজপথে জনবিস্ফোরণ হয়েছে, মানুষ তাঁদের জবাব দিয়েছে। কেউ ভয় পাবেন না, আমাদের কাজ আমরা করব, মানুষের পাশে থাকব।”

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande