গাজিয়াবাদে ভুয়ো দূতাবাসের হদিশ, গ্রেফতার এক
গাজিয়াবাদ, ২৩ জুলাই (হি.স.): নকল দূতাবাস, ভুয়ো রাষ্ট্রদূত সেজে প্রতারণার অভিযোগে গ্রেফতার গাজিয়াবাদের ব্যক্তি। উত্তর প্রদেশের গাজিয়াবাদের একটি অভিজাত কলোনিতে অভিযান চালায় উত্তর প্রদেশের এসটিএফ। বিলাসবহুল বাংলোয় অভিযান চালিয়ে ভুয়ো দূতাবাস থেকে হাতেন
গাজিয়াবাদে ভুয়ো দূতাবাসের হদিশ, গ্রেফতার এক


গাজিয়াবাদ, ২৩ জুলাই (হি.স.): নকল দূতাবাস, ভুয়ো রাষ্ট্রদূত সেজে প্রতারণার অভিযোগে গ্রেফতার গাজিয়াবাদের ব্যক্তি। উত্তর প্রদেশের গাজিয়াবাদের একটি অভিজাত কলোনিতে অভিযান চালায় উত্তর প্রদেশের এসটিএফ। বিলাসবহুল বাংলোয় অভিযান চালিয়ে ভুয়ো দূতাবাস থেকে হাতেনাতে ধরা হয় ব্যক্তিকে। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম হর্ষবর্ধন জৈন, যিনি গাজিয়াবাদের কবিনগরের বাসিন্দা।

অভিযুক্ত হর্ষবর্ধন নিজেকে ওয়েস্ট আর্কটিকা, সাবোরগা, পুলভিয়া এবং লোডোনিয়ার মতো ছোট দেশগুলির রাষ্ট্রদূত বলে দাবি করেছিলেন। বেশ কয়েক বছর ধরে ওই ভুয়ো দূতাবাস চালাচ্ছিলেন অভিযুক্ত। ইউপি এসটিএফের তদন্তে জানা গেছে, অভিযুক্তরা কবিনগর গাজিয়াবাদে একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন। সেখানে ওয়েস্ট আর্কটিকা দূতাবাসের নামে এই ভুয়ো দূতাবাসটি খুলেছিল। অভিযুক্তদের কাছ থেকে ডিপ্লোমেটিক নম্বর প্লেটযুক্ত চারটি বিলাসবহুল গাড়ি, একাধিক জাল ডিপ্লোমেটিক পাসপোর্ট এবং বিদেশ মন্ত্রকের ভুয়ো সিল উদ্ধার করা হয়েছে। শুধু তাই নয়, তার কাছ থেকে ৩৪টি বিভিন্ন বিদেশি কোম্পানি ও দেশের স্ট্যাম্প, জাল প্রেস কার্ড, প্যান কার্ড এবং প্রায় ৪৪.৭ লক্ষ টাকা নগদ পাওয়া গেছে। এছাড়াও, প্রচুর বিদেশি মুদ্রা এবং একাধিক ডিপ্লোমেটিক নম্বর প্লেটও উদ্ধার করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande