আগরতলা, ২৩ জুলাই (হি.স.) : ত্রিপুরায়ও ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর)-এর বলে হবে ভোটার তালিকা সংশোধন, তিপ্রা মথা-র প্রতিষ্ঠাতা প্রদ্যোতকিশোর মাণিক্য দেববর্মা-নেতৃত্বাধীন প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছে নির্বাচন কমিশন।
আজ বুধবার ত্রিপুরার জনজাতি-ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল তিপ্রা মথা-র প্রতিষ্ঠাতা প্রদ্যোতকিশোর মাণিক্য দেববর্মার নেতৃত্বে এক প্রতিনিধি দল জাতীয় রাজধানী নয়াদিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে।
মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিপ্রা মথা-র প্রতিনিধিদল ত্রিপুরায় ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ বাস্তবায়নের দাবি করে। বৈঠকে গোটা দেশের সঙ্গে ত্রিপুরায়ও এসআইআর পরিচালিত হবে বলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার প্ৰতিনিধি দলকে আশ্বস্ত করেছেন।
এ প্রসঙ্গে তিপ্রা মথা-র প্রতিষ্ঠাতা বলেছেন, ‘অবৈধ অভিবাসন আমাদের রাজ্য এবং উত্তর-পূর্বাঞ্চলকে প্রভাবিত করছে। আজ যদি আমরা অবৈধ ভোটারদের চিহ্নিত না করি তবে আমাদের পরবর্তী প্রজন্মের অস্তিত্ব থাকবে না।’ তিনি আরও বলেন, নির্বাচন কমিশন তাঁদের আশ্বস্ত করেছে, ত্রিপুরা সহ সারা দেশে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ পরিচালিত হবে।
প্রদ্যোতকিশোর দেববর্মা জানান, ‘‘আজ (বুধবার) নয়াদিল্লিতে ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের সাথে অনুষ্ঠিত বৈঠকে ত্রিপুরায় ভোটার তালিকার একটি ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ পরিচালনা করতে অনুরোধ করেছিলাম। আমরা রাজ্যে অবৈধ অভিবাসীদের প্রবেশ করতে দিতে পারি না। নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে, এখন আমদের এসআইআর পরিচালানার জন্য অপেক্ষা করতে হবে।’’
সীমান্তবর্তী রাজ্যে অনুপ্রবেশের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রদ্যোত সতর্ক করে বলেন, ‘যদি এভাবে চলতে থাকে, তা-হলে সেই দিন খুব বেশি দূরে নয় যখন টিপ্রাসা (আদিবাসী) মানুষদের তাঁদের বেঁচে থাকা এবং অস্তিত্বের জন্য ভিক্ষা করতে বাধ্য করা হবে।’
তিনি আশা করেছেন, নির্বাচন কমিশন অবৈধ অভিবাসীদের শনাক্ত করে তাদের বাংলাদেশে পুশব্যাকের জন্য পদক্ষেপ নেবে। তিনি সতর্ক করে বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। প্রদ্যোতের কথায়, ‘আমরা অনুপ্রবেশকারীদের সাথে রাজ্যের এক ইঞ্চি জমিও ভাগ করে নিতে পারি না।’
প্রদ্যোতকিশোর আরও বলেন, ‘‘তিপ্রা মথা একটি স্বাধীন রাজনৈতিক দল। আমরা ত্রিপুরায় ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’-এর দাবি করেছি। কংগ্রেস এবং বিজেপি তাদের মতামত জানাতে পারে। দিল্লিতে গিয়ে আদিবাসীদের পক্ষে কথা বলার জন্য আমাদের কারোর অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।’
বিস্তারিত কিছু উল্লেখ না করে তিপ্রা মথা-র প্রতিষ্ঠাতা বলেন, ‘প্রয়োজন হলে, আদিবাসীদের স্বার্থ রক্ষার বিষয়ে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি। ৫০, ৬০, ৭০ এবং ৯০-এর দশকে যে ভুল হয়েছিল, পুনৰ্বার আমরা তা করতে পারি না।’
কেন্দ্র এবং রাজ্য সরকারের সাথে ‘ত্রিপ্রাসা চুক্তি’ সম্পর্কে তিনি বলেন, ‘চুক্তি বাস্তবায়িত হলে ভালো। যদি তা না হয়, তা-হলে বর্তমান সরকারের শরিকি সম্পর্কে আমরা আমাদের অবস্থান পুনর্বিবেচনা করব।’
প্রসঙ্গত, গত বছরের ফেব্রুয়ারিতে ত্রিপুরার আদিবাসীদের সমস্যা সমাধানের জন্য তিপ্রা মথা, কেন্দ্র এবং রাজ্য সরকারের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছিল। এর পর লোকসভা নির্বাচনের ঠিক আগে আঞ্চলিক দলটি বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারে যোগ দেয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ