নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): লাগাতার তিনদিন বিরোধীদের হই–হট্টগোলে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন বারবার মুলতুবি হয়েছে। সোমবার, মঙ্গলবার ও বুধবার বিরোধীদের হই–হট্টগোলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে সংসদে। এমতাবস্থায় বিরোধীদের ভূমিকার তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা শান্তনু ঠাকুর।
বুধবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু ঠাকুর বলেছেন, তারা এমনকি জানেও না তাদের দাবি কী। তারা কেবল সংসদকে ব্যাহত করার জন্য যে কোনও বিষয় উত্থাপন করছে। আলোচনার সময় আছে। সংসদে ব্যাহত করা ঠিক নয়।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ