নয়াদিল্লি, ২২ জুলাই ((হি. স.) : এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী উড়ানে আগুন । মঙ্গলবার দিল্লি বিমানবন্দরে অবতরণের পরই উড়ানে আগুন লাগে। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। সূত্রের খবর, অগ্নিকাণ্ডের জেরে বিমানটির কিছুটা ক্ষতি হয়েছে। তবে যাত্রী এবং ‘ক্রু’ প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন বলে খবর।
জানা গিয়েছে, মঙ্গলবার এয়ার ইন্ডিয়ার এআই ৩১৫ বিমানটি হংকং থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল। বিকেলে দিল্লি বিমানবন্দরে অবতরণের পরই উড়ানটির ‘অক্জিলিয়ারী পাওয়ার ইউনিটে’ আচমকা আগুন লেগে যায়। গল গল করে বেরোতে থাকে কালো ধোঁয়া।এরপরই আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় বিমানের ভিতর। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন উদ্ধারকারী দল এবং দমকলকর্মীরা। দ্রুত বিমানের ভিতর থেকে বের করে আনা হয় সকল যাত্রী এবং ‘ক্রু’দের। বেশ কিছুক্ষণ চেষ্টার পর অবশেষে নিভে যায় আগুন। কিন্তু কী কারণে এই ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের জেরে বিমানের কিছুটা ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।
এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র বলেন, “আগুন লাগার ফলে বিমানটির কিছুটা ক্ষতি হয়েছে। তবে সকল যাত্রী এবং ‘ক্রু’ প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন। কী কারণে এই আগুন লাগল, তা এখনও জানা যায়নি। গোটা ঘটনাটি তদন্ত করে দেখা হবে।”
হিন্দুস্থান সমাচার / সোনালি