জগদীপ ধনখড়ের ইস্তফা গ্রহণ রাষ্ট্রপতির
নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনখড়ের ইস্তফা গ্রহণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার রাতে রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র পাঠিয়েছিলেন ধনখড়। মঙ্গলবার তা গৃহীত হয়েছে। মঙ্গলবার এই বিষয়টি সংসদের উচ্চকক্ষে জানান চেয়ারে আসীন ঘন
jagdeep dhankar


নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনখড়ের ইস্তফা গ্রহণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার রাতে রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র পাঠিয়েছিলেন ধনখড়। মঙ্গলবার তা গৃহীত হয়েছে। মঙ্গলবার এই বিষয়টি সংসদের উচ্চকক্ষে জানান চেয়ারে আসীন ঘনশ্যাম তিওয়ারি।

মঙ্গলবার বিজেপি সাংসদ ঘনশ্যাম তিওয়ারি জানান, উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনখড়ের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। স্বরাষ্ট্র মন্ত্রক সংবিধানের ৬৭এ ধারার অধীনে তাৎক্ষণিকভাবে ধনখড়ের পদত্যাগপত্র পৌঁছে দেয় রাষ্ট্রপতির কাছে।

উল্লেখ্য, রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে সোমবার ধনখড় জানিয়েছিলেন, স্বাস্থ্যের কারণে চিকিৎসকদের পরামর্শেই উপরাষ্ট্রপতি পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন। একই সঙ্গে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদের ধন্যবাদ জ্ঞাপন করেন ধনখড়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande