উত্তর-পূর্বাঞ্চলে হস্ত ও তাঁত শিল্পকে উৎসাহিত করতে কোহিমায় বৈঠক কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্যের
কোহিমা (নাগাল্যান্ড), ২২ জুলাই (হি.স.) : উত্তর-পূর্বাঞ্চলে হস্ত ও তাঁতশিল্পের সমৃদ্ধ ঐতিহ্যকে শক্তিশালী করার লক্ষ্যে ‘ডেভেলপমেন্ট অব নর্থইস্ট রিজিওন’ (ডোনার) দফতরের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পৌরোহিত্যে আজ মঙ্গলবার অসম, মিজোরাম, নাগাল্যান্ড এবং
ভার্চুয়ালি উচ্চ-পর্যায়ের টাস্ক ফোর্সের বৈঠক


কোহিমা (নাগাল্যান্ড), ২২ জুলাই (হি.স.) : উত্তর-পূর্বাঞ্চলে হস্ত ও তাঁতশিল্পের সমৃদ্ধ ঐতিহ্যকে শক্তিশালী করার লক্ষ্যে ‘ডেভেলপমেন্ট অব নর্থইস্ট রিজিওন’ (ডোনার) দফতরের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পৌরোহিত্যে আজ মঙ্গলবার অসম, মিজোরাম, নাগাল্যান্ড এবং মণিপুরের সাথে ভার্চুয়ালি এক উচ্চ-পর্যায়ের টাস্ক ফোর্সের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এই অঞ্চলের বস্ত্র ও কারুশিল্প খাতে টেকসই উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত আজকের ভার্চুয়াল বৈঠকে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও, মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা, অসমের তাঁত ও বস্ত্রমন্ত্রী উর্খাওগৌরা ব্ৰহ্ম এবং মণিপুর ও কেন্দ্ৰীয় সরকারের সংশ্লিষ্ট বিভাগীয় জ্যেষ্ঠ আধিকারিকরা অংশগ্রহণ করেছেন।

বৈঠকে বক্তৃতা পেশ করতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সিন্ধিয়া এই অঞ্চলের কারিগরদের জন্য বাজার অ্যাক্সেস, সক্ষমতা বৃদ্ধি এবং জীবিকা সৃষ্টির জন্য সরকারের প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ফ্যাশন ফর এনভায়রনমেন্ট অ্যান্ড এমপাওয়ারমেন্ট’-এর দৃষ্টিভঙ্গি অনুসারে আমরা উত্তর-পূর্বাঞ্চলের তাঁত এবং হস্তশিল্পের ইকোসিস্টেমকে শক্তিশালী করতে কাজ করছি।’’

বৈঠকে স্থানীয় কারিগরদের ক্ষমতায়ন, অবকাঠামোর উন্নতি এবং টেকসই অনুশীলনের মাধ্যমে অর্থনৈতিক সুযোগ তৈরির জন্য এই অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যকে কাজে লাগাতে একটি সহযোগিতামূলক রোডম্যাপ তৈরির ওপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande