মণিপুরে একই সংগঠনের বিবদমান দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু পাঁচ কুকি-চিন জঙ্গির
ইমফল, ২৩ জুলাই (হি.স.) : মণিপুরের ননে জেলার দেইভাইজাং গ্রামে একই সংগঠন, চিন-কুকি-মিজো আর্মি-র বিবদমান দুই গোষ্ঠীর সংঘর্ষে পাঁচ জঙ্গি গুলিবিদ্ধ হয়ে ধরাশায়ী হয়েছে। আজ সরকারি সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে ননে জেলা সদর থেকে প্রায় ৫৩ কিলোমিটার দূর
চিন-কুকি-মিজো আর্মি-র বিবদমান দুই গোষ্ঠীর সংঘর্ষে হত পাঁচ জঙ্গি


ইমফল, ২৩ জুলাই (হি.স.) : মণিপুরের ননে জেলার দেইভাইজাং গ্রামে একই সংগঠন, চিন-কুকি-মিজো আর্মি-র বিবদমান দুই গোষ্ঠীর সংঘর্ষে পাঁচ জঙ্গি গুলিবিদ্ধ হয়ে ধরাশায়ী হয়েছে।

আজ সরকারি সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে ননে জেলা সদর থেকে প্রায় ৫৩ কিলোমিটার দূরে প্রত্যন্ত দেইভাইজাং গ্রামে কুকি-চিন-এর প্ৰতিদ্বন্দ্বী দুই গোষ্ঠীর মধ্যে সংগঠিত সংঘৰ্ষে এই ঘটনা ঘটেছে।

সরকারি সূত্রটি জানিয়েছে, চিন-কুকি-মিজো আর্মি (সিকেএমএ)-র পাঁচ ক্যাডারের হত্যাকাণ্ডের পরিস্থিতি এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে এটি কোনও অভ্যন্তরীণ বিরোধের ফলাফল বলে সন্দেহ করা হচ্ছে। তদন্ত-সাপেক্ষে পরবর্তীতে বিস্তারিত তথ্য দেওয়া হবে বলে জানান সূত্রটি।

এদিকে, চিন-কুকি-মিজো আর্মি-র তরফ থেকে স্থানীয় ভাষায় এক বিবৃতিতে বলেছে, ‘ভুল বোঝাবুঝি এবং কিছু বিদ্বেষপূর্ণ উদ্দেশ্যের দরুন আমাদের পাঁচ ক্যাডার নিহত হয়েছেন। এটা আমাদের সংগঠন এবং আমাদের সম্প্রদায় উভয়ের জন্যই উল্লেখযোগ্য ক্ষতি।’

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande