হাফলং (অসম) ২৩ জুলাই (হি.স.) : আম আদমি পার্টির পর ডিমা হাসাও জেলায় এবার তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব আর রইল না। ডিমা হাসাও জেলা তৃণমূল কংগ্রেসের সব নেতা-কর্মী দল থেকে পদত্যাগ করে যোগদান করেছেন বিজেপিতে।
আজ বুধবার অসম প্রদেশ তৃণমূল কংগ্রেসের সম্পাদক সেথমিনথাং খংসাই ও দলের ডিমা হাসাও জেলা কমিটির সাধারণ সম্পাদক রূপস পুরুষার নেতৃত্বে প্রায় কুড়িজন নেতা-কর্মী বিজেপিতে যোগদান করেছেন। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের ডিমা হাসাও জেলা সভাপতি আচিং জেমি দল থেকে পদত্যাগ করেছেন। তবে তিনি এখনও কোনও রাজনৈতিক দলে যোগদান করেননি।
এদিকে আজ হাফলঙে অটলবিহারী বাজপেয়ী ভবনে অসম প্রদেশ তৃণমূল কংগ্রেসের সম্পাদক সেথমিনথাং খংসাই, দলের ডিমা হাসাও জেলা কমিটির সাধারণ সম্পাদক রূপস পুরুষা সহ কুড়িজন নেতা ও কর্মী ডিমা হাসাও জেলা বিজেপি সভাপতি ধৃতি থাওসেন, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা, পরিষদের অধ্যক্ষ মোহিত হোজাই এবং জেলা বিজেপির নেতা-কার্যকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা দলে যোগদান করেছেন।
বিজেপিতে যোগদান করে সদ্য-প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা সেথমিনথাং খংসাই বলেন, অসমে তৃণমূল কংগ্রেস কখনও শক্তিশালী হতে পারবে না। তৃণমূল কংগ্রেসের অনেক নেতা ও কর্মী দল থেকে পদত্যাগ করেছেন। তাই অসমে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব সংকটে বলে দাবি করে সেথমিনথাং বলেন, বিজেপির আদর্শ ও নীতি-নিয়মে অনুপ্রাণিত হয়ে এই দলে যোগ দিয়েছি। বিজেপি এক শৃঙ্খলাপরায়ণ দল। বিজেপির সঙ্গে সাধারণ মানুষ রয়েছেন। বিজেপির প্রতি সাধারণ মানুষের ব্যাপক সমর্থন রয়েছে। তৃণমূল স্তরে বিজেপি অনেক শক্তিশালী। তাই সাধারণ মানুষের সঙ্গে পাশে থেকে বিজেপির হয়ে কাজ করে যাওয়ার জন্য এই দলে তাঁরা যোগদান করেছেন, বলেন সেথমিনথাং থাওসেন।
এদিকে কংগ্রেসকে একহাত নিয়ে দেবোলাল গার্লোসা বলেন, জনগণের সমর্থন হারানো কংগ্রেস নেতারা এখন দিশাহারা। জনসমর্থন হারানো নেতাদের জন্য কংগ্রেসের দরজা খোলা। তবে জনতাদের কাছে প্রত্যাখ্যাত নেতাদের বিজেপিতে অন্তর্ভুক্ত করা হয় না, বলেন দেবোলাল গার্লোসা।
অন্যদিকে ডিমা হাসাও জেলা বিজেপি সভাপতি ধৃতি থাওসেন আশা প্রকাশ করে বলেন, তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস দল ছেড়ে বিজেপি পরিবারে শামিল হওয়া সবাইকে দলে স্বাগত জানিয়ে বলেন, তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস থেকে যে সকল নেতা ও কর্মী বিজেপিতে যোগদান করেছেন তাঁরা বিজেপি দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলা মেনে দলের স্বার্থে কাজ করে যাবেন।
২৬-এর বিধানসভা নির্বাচনে হাফলং বিধানসভা আসনে নতুন মুখ আসবে কিনা সাংবাদিকদের জিজ্ঞাসার জবাবে ধৃতি থাওসেন বলেন, দল যাঁকে প্রার্থী করবে বিজেপির কাৰ্যকর্তা হিসেবে ওই প্রার্থীকে জয়ী করতে আমরা কাজ করে যাব। তবে দল একজন যোগ্য ব্যক্তিকেই আগামী নির্বাচনের জন্য হাফলং আসনে প্রার্থী করবে বলে জানান ধৃতি থাওসেন।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব