বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে মতিনগরে পথ অবরোধ
বক্সনগর (ত্রিপুরা), ২৪ জুলাই (হি.স.) : সিপাহীজলা জেলার বক্সনগর থেকে সোনামুড়া যাওয়ার প্রধান সড়কে বৃহস্পতিবার ক্ষোভে ফেটে পড়লেন মতিনগর এলাকার সাধারণ মানুষ। বিদ্যুৎ ও পানীয় জলের সংকটের প্রতিবাদ জানাতে রাস্তায় বসে পড়েন শতাধিক স্থানীয় জনগণ। ঘটনার সূ
সড়ক অবরোধ


বক্সনগর (ত্রিপুরা), ২৪ জুলাই (হি.স.) : সিপাহীজলা জেলার বক্সনগর থেকে সোনামুড়া যাওয়ার প্রধান সড়কে বৃহস্পতিবার ক্ষোভে ফেটে পড়লেন মতিনগর এলাকার সাধারণ মানুষ। বিদ্যুৎ ও পানীয় জলের সংকটের প্রতিবাদ জানাতে রাস্তায় বসে পড়েন শতাধিক স্থানীয় জনগণ।

ঘটনার সূত্রপাত মতিনগর এলাকায় টানা সাতদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে। পানীয় জল সরবরাহে ব্যাঘাত ঘটে, যার ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। অবরোধে অংশ নেওয়া মহিলারা জানান, দিনের পর দিন অভিযোগ করেও কোনও সুরাহা না হওয়ায় বাধ্য হয়েই তারা রাস্তায় নেমেছেন।

অবরোধের ফলে সড়কের দু'পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অনেক যাত্রী ও পণ্যবাহী গাড়ি আটকে পড়ে দীর্ঘ সময় ধরে। শেষমেশ পুলিশ প্রশাসন ও বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রশাসনের তরফে সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস পাওয়ার পরই অবরোধ তুলে নেন স্থানীয়রা।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande