শ্রীভূমি (অসম), ২৫ জুলাই (হি.স.) : শ্রীভূমির জেলা সৈনিক কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তি যোগে শ্রীভূমি জেলার আর্মি, নেভি ও এয়ার ফোর্সের প্রাক্তন সেনা কর্মীর সন্তান যারা এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি হতে ইচ্ছুক তাঁদেরকে সেন্ট্রাল পুল কোটা-য় অনলাইন যোগে আগামী ১৫ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে দরখাস্ত জমা দিতে আহ্বান জানিয়েছেন।
এতে প্রাক্তন সেনা কর্মীর সন্তানরা ওই কোর্সে ভর্তির জন্য সেন্ট্রাল পুল কোটায় ডিইএসডব্লিউ (DESW) ওয়েবসাইট www.desw.gov.in এবং ডিজিআর (DGR) ওয়েবসাইট www.dgrindia.gov.in-এ অনলাইন যোগে দরখাস্ত জমা দিতে পারা যাবে বলে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস