কদমতলায় ডাকাতি, টাকাপয়সা ও সোনার গয়না লুট
কদমতলা (ত্রিপুরা), ২৬ জুলাই (হি.স.) : গভীর রাতে উত্তর ত্রিপুরার কদমতলা থানার অন্তর্গত ইছাই লালছড়া গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। বাড়ির দুই পুরুষ সদস্যকে রশি দিয়ে বেঁধে নগদ টাকাপয়সা ও সোনার গয়না লুট করা হয়েছে। এলাকাবাস
ডাকাতির তদন্তে পুলিশ


কদমতলা (ত্রিপুরা), ২৬ জুলাই (হি.স.) : গভীর রাতে উত্তর ত্রিপুরার কদমতলা থানার অন্তর্গত ইছাই লালছড়া গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। বাড়ির দুই পুরুষ সদস্যকে রশি দিয়ে বেঁধে নগদ টাকাপয়সা ও সোনার গয়না লুট করা হয়েছে।

এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, স্থানীয় বাসিন্দা সুব্রত কুমার দেবরায় ও তার ভাতিজা অভিজিৎ দেবরায় রাতে একসাথে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাত প্রায় ২টা নাগাদ, হঠাৎই চার পাঁচ জনের ডাকাত দল বাড়ির পেছনের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। ডাকাতরা দু'জনকে বেঁধে মারধর করে এবং ঘর তছনছ করে নিয়ে যায় নগদ ৬৭ হাজার টাকা, চার ভরি সোনার গয়না এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন।

কোনওভাবে হাত-পা বাঁধা রশি খুলে তাঁরা পাশের বাড়িতে গিয়ে সাহায্যের জন্য ডাকাডাকি করেন। এরপর আশপাশের মানুষ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং কদমতলা থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে আসেন কদমতলা থানার আধিকারিকরা। তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

এলাকাবাসীর অভিযোগ, গাড়ি নিয়ে এসে এভাবে ডাকাতি করে পালিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা অথচ পুলিশ বাহিনীর কোন ভূমিকা নেই। তাতে সাধারণ মানুষ আতঙ্কিত এবং ক্ষুব্ধ। অনেকেই বলছেন, উত্তর জেলার বিভিন্ন প্রান্তে দিনের আলো হোক বা রাতের অন্ধকার—চুরি এবং ডাকাতির ঘটনা বেড়েই চলেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande