হাফলং (অসম), ২৪ জুলাই (হি.স.) : আগরতলা-আনন্দবিহার টার্মিনাল তেজস রাজধানী এক্সপ্রেসের নিউ হাফলং স্টেশনে স্টপেজের দাবি জানিয়েছে ডিমা হাসাও জেলা বিজেপি।
গত ২২ জুলাই ডিমা হাসাও জেলা বিজেপি সভাপতি ধৃতি থাওসেন সাংসদ অমরসিং তিসুকে এক পত্রযোগে আগরতলা-আনন্দবিহার তেজস রাজধানী এক্সপ্রেস নিউ হাফলং স্টেশনে স্টপেজের জন্য সংসদ এবং রেলওয়ে বোর্ডের সঙ্গে কথা বলার আহ্বান জানিয়েছেন।
আগে আগরতলা-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের নিউ হাফলং স্টেশনে পাঁচ মিনিটের স্টপেজ ছিল। কিন্তু কোভিড অতিমারির সময় নিউ হাফলং স্টেশন থেকে রাজধানী এক্সপ্রেসের স্টপেজ তুলে নেওয়া হয়। নিউ হাফলং স্টেশন থেকে রাজধানীর মতো ট্রেনের স্টপেজ তুলে নেওয়ায় ডিমা হাসাও জেলার ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ এবং বিশেষ করে সেনা, নিরাপত্তা বাহিনীর জওয়ানরা সমস্যার সন্মুখীন হচ্ছেন।
এমতাবস্থায় ২০৫০১/২০৫০২ নম্বর আগরতলা-আনন্দবিহার-আগরতলা রাজধানী এক্সপ্রেসের নিউ হাফলং স্টেশনে স্টপেজের দাবি জানানোর পাশাপাশি সাব্রুম-শিয়ালদহ-সাব্রুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মাহুর স্টেশনে, শিলচর-শিয়ালদহ-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মাইবাং স্টেশনে এবং শিলচর-রঙিয়া-শিলচর রঙিয়া এক্সপ্রেসের লাংটিং স্টেশনে অতিরিক্ত স্টপেজের দাবি জানিয়ে সাংসদ অমরসিং তিসুকে পত্র পাঠিয়েছেন ডিমা হাসাও জেলা বিজেপি সভাপতি ধৃতি থাওসেন।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব