বিশালগড় (ত্রিপুরা), ২৩ জুলাই (হি.স.) : বুধবার সিপাহীজলা জেলার সুতারমাউড়ার গগন সর্দার পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ গাঁজা বোঝাই একটি মারুতি গাড়ি আটক করে। পুলিশের চোখে ফাঁকি দিয়ে চালক গাড়িটি ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, টিআর০৭সি৩৫৯ নম্বরের একটি সাদা মারুতি গাড়ি বক্সনগর থেকে সুতারমাউড়া যাচ্ছিল। তখন গোপন সংবাদ পাওয়া যায় যে গাড়িটি গাঁজা পাচারের জন্য ব্যবহৃত হচ্ছে।
দ্রুত পদক্ষেপ নিয়ে সদ্য নিযুক্ত থানার অফিসার-ইন-চার্জ (ওসি) অজিত দেববর্মার নেতৃত্বে একদল পুলিশ ওই সড়কের কাছে একটি ফাঁদ পাতে। গাড়িটি কাছে আসার সাথে সাথেই চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িটি দূরে রেখে পালিয়ে যায়।
গাড়িটি তল্লাশি করে পুলিশ তিনটি ড্রামে ভর্তি ৪১ কেজি গাঁজা উদ্ধার করে। জব্দকৃত গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য ১২ লক্ষ টাকা। ওসি অজিত দেববর্মা বলেন, বিশ্রামগঞ্জ থানার দায়িত্ব নেওয়ার পর এই সফল অভিযান তাঁর মাদকবিরোধী অভিযানের সূচনা।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das