রাজধানীর রাস্তায় ‘বিনামূল্যে জলক্রীড়া’, দিল্লি সরকারকে নিশানা এএপি-র সৌরভ ভরদ্বাজের
নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): ‘বিনামূল্যে জলক্রীড়া’, সমাজমাধ্যমে ছড়ানো দিল্লির রাস্তায় জমা জলের একাধিক ভিডিও শেয়ার করে বুধবার দিল্লি সরকারকে নিশানা করলেন আম আদমি পার্টি (এএপি) নেতা সৌরভ ভরদ্বাজ। কটাক্ষ করে লিখেছেন, দিল্লির পশ্চিম বিনোদ নগরে নিঃশুল্ক
রাজধানীর রাস্তায় ‘বিনামূল্যে জলক্রীড়া’, দিল্লি সরকারকে নিশানা এএপি-র সৌরভ ভরদ্বাজের


নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): ‘বিনামূল্যে জলক্রীড়া’, সমাজমাধ্যমে ছড়ানো দিল্লির রাস্তায় জমা জলের একাধিক ভিডিও শেয়ার করে বুধবার দিল্লি সরকারকে নিশানা করলেন আম আদমি পার্টি (এএপি) নেতা সৌরভ ভরদ্বাজ। কটাক্ষ করে লিখেছেন, দিল্লির পশ্চিম বিনোদ নগরে নিঃশুল্ক ওয়াটার স্পোর্টস (বিনামূল্যে জলক্রীড়া)। তবে ভিডিওগুলির সত্যতা যাচাই করা যায়নি।

তাঁর শেয়ার করা একটি ভিডিওয় দেখা যাচ্ছে, জলমগ্ন রাস্তায় সাঁতার কাটছেন এক ব্যক্তি। অন্য আরেকটি ভিডিওয় এক মহিলা জমা জলে বাথটব ভাসিয়ে নৌকা বাইছেন। এই ভিডিয়োগুলি সমাজমাধ্যমে পোস্ট করে দিল্লি সরকারকে কটাক্ষ করেছে এএপি নেতা সৌরভ ভরদ্বাজ। এছাড়াও অন্যান্যদের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট হওয়া দিল্লির জল জমার ভিডিও শেয়ার করেছেন সৌরভ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande