জয়পুর, ২৩ জুলাই (হি.স.): রাজস্থানে বর্ষা আবারও গতি পেতে চলেছে। বুধবার আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ২৬ জুলাই থেকে রাজ্যের বিভিন্ন অংশে ফের শুরু হবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত। এদিন রাজ্যের একাধিক শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।
আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন, বৃহস্পতিবার বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ২৬ জুলাই থেকে রাজস্থানে আবারও বৃষ্টি বাড়বে এবং এটি সক্রিয় থাকবে ২৭ থেকে ২৯ জুলাইয়ের মধ্যে। সেই সঙ্গে জলাধারগুলোতেও জলস্ফীতির প্রবণতা দেখা দিয়েছে। ঝালাওয়াড়ের ভীমসাগর বাঁধ এবং করৌলির পাঁচনা বাঁধের দুটি করে গেট খুলে জল ছাড়া হয়েছে। টঙ্ক জেলার বিসলপুর বাঁধে জলস্তর পৌঁছেছে ৩১৫.৪০ আরএল মিটার পর্যন্ত। প্রশাসন এখন গেট খুলে জল ছাড়ার প্রস্তুতি নিচ্ছে।
এদিকে, প্রবল বৃষ্টির ফলে ঝুনঝুনু জেলার চিড়াওয়া এলাকায় পাহাড়ের একটি অংশ ধসে পড়েছে। গুড়াগৌড়জি এলাকায় একটি কাঁচা বাড়ি ভেঙে পড়ায় এক মহিলার মৃত্যু হয়েছে। করৌলির হিন্ডোন শহরে নদী পার হওয়ার সময় দুই বাইক আরোহী বানের জলে ভেসে গিয়েছেন।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৪ ও ২৫ জুলাই রাজ্যের কিছু অংশে মাঝারি বৃষ্টি চলবে। তবে ২৬ জুলাই থেকে পরিস্থিতি বদলাবে এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব রাজস্থানে অতিভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে ২৭ ও ২৮ জুলাইয়ের মধ্যে।
জয়পুর শহরেও বুধবার আকাশ ছিল মেঘলা। বিভিন্ন এলাকায় হালকা ফোটা ফোটা বৃষ্টি হয়। দিনের তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ২৭.২ ডিগ্রি। বিকেলের পর শহরের বেশ কিছু অংশে প্রবল বৃষ্টিতে গরম ও আর্দ্রতা থেকে কিছুটা স্বস্তি পান বাসিন্দারা।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য