কাকদ্বীপ, ২৪ জুলাই (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে টোটো ও পিকআপ ভ্যানের সংঘর্ষে প্রাণ হারালেন দুই যুবক। এছাড়াও একজন আহত হয়েছেন। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে কাকদ্বীপে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর মোরগ পোল্ট্রির কাছে। মৃত দুই যুবকের নাম অমল দাস (৪০) ও বুদ্ধদেব দাস (৪৮)। অমলের বাড়ি কাকদ্বীপের হরিপুর জেলে পাড়ায়। বুদ্ধদেব নামখানার মৌসুনির বাসিন্দা।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে একটি টোটো কাকদ্বীপ থেকে নামখানার দিকে যাচ্ছিল। ওই টোটোটি অমল চালাচ্ছিলেন। বুদ্ধদেব ও তাঁর দাদা বসেছিলেন। টোটোটি যখন মোরগ পোল্ট্রির কাছে আসে, সেই সময় একটি পিক আপ ভ্যান পিছন থেকে এসে টোটোটিকে ধাক্কা মারে। এরপরই দু’টি টোটো রাস্তার পাশের নয়ানজুলিতে নেমে যায়। এই ঘটনায় তিন জন গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই জনকে মৃত বলে ঘোষণা করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / ঋষিকা