হাফলং (অসম), ২৫ জুলাই (হি.স.) : ডিমা হাসাও জেলায় কংগ্রেস ও বিজেপির বাগযুদ্ধে বেজায় বেড়েছে রাজনৈতিক উত্তাপ। বিবদমান দুই রাজনৈতিক দলের মধ্যে তরজা এখন চরমে পৌঁছেছে। গত বুধবার হাফলেঙে অটলবিহারী বাজপেয়ী ভবনে বিজেপি দলে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের বহু নেতা-কর্মীর যোগদান উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিজেপি নেতা তথা উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা কংগ্রেসকে কটাক্ষ করে বলেছিলেন, কংগ্রেসে যারা যোগদান করেন তাঁরা সবাই রিজেক্টেড মাল।
কংগ্রেসে যোগদানকারি আম আদমি পার্টির জেলা সভাপতি বাপুজিৎ লাংথাসাকে রিজেক্টেড মাল বলে কটাক্ষ করেছিলেন দেবোলাল গার্লোসা। পরিষদের বিগত নির্বাচনে পরাজিত বাপুজিৎ লাংথাসা রিজেক্টেড মাল, তাঁর কোনও জনসমর্থন নেই। আর এ সব নেতাই কংগ্রেসে যোগদান করেন। এমন-কি বিজেপিতে জনসমর্থন নেই এমন কাউকে সদস্যভুক্ত করা হয় না বলে দাবি করেছিলেন দেবোলাল।
দেবোলাল গার্লোসার ওই মন্তব্যের পর আজ শুক্রবার হাফলঙে রাজীব ভবনে জেলা কংগ্রেস এক সাংবাদিক সম্মেলন করে দেবোলাল গার্লোসার ওপর পাল্টা হামলা করেছে। সদ্য কংগ্রেসে যোগদানকারী বাপুজিৎ লাংথাসা দেবোলাল গার্লোসাকে পাল্টা আক্রমণ করে বলেন, গত বুধবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগদানকারী সেথমিনথাং খংসাই দু-দুবার পরিষদের নির্বাচনে পরাজিত হয়েছেন। এমন-কি ধনপাইনন থাওসেন পরিষদের হামরি আসন থেকে একবার পরাজিত হয়েছেন। সে সময় ধনপাইনন মাত্র তিনটি ভোট পেয়েছিলেন। নির্বাচনে জয়-পরাজয় হতেই পারে। এর জন্য কাউকে রিজেক্টেড মাল বলা উচিত নয়।
বাপুজিৎ লাংথাসা দেবোলালকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, যদি সাহস থাকে আগামী পরিষদের নির্বাচনে হাফলং আসন থেকে বাপুজিৎ-এর বিরুদ্ধে দেবোলাল গার্লোসা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দেখান। তিনি বলেন, দেবোলাল গার্লোসা বলেছিলেন, জনসমর্থন না থাকা নেতাদের বিজেপি দলে নেওয়া হয় না। বিজেপি বেছে বেছে নেতা-কর্মীদের দলে অন্তর্ভুক্ত করে। এ নিয়ে বলতে গিয়ে বলেন, বিজেপি দলে দেবোলালের মতো উগ্রপন্থী তোলাবাজি করা থেকে অপহরণ ও সিইএম, ইএম ও পুলিশের কনেস্টেবল হত্যায় অভিযুক্তদের দলে নেওয়া হয় বলে মন্তব্য করে আগামী পরিষদ নির্বাচনে তাঁর বিরুদ্ধে হাফলং আসনে দেবোলাল গার্লোসাকে প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জ ছুঁড়েছেন বাপুজিৎ লাংথাসা। তিনি বলেন, জনগণ বিচার করবেন কার কত সমর্থন রয়েছে এবং কে রিজেক্টেড মাল।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব