শিলিগুড়ি, ২৬ জুলাই (হি.স.) : শিলিগুড়ির পূর্ব বাইপাসে অবস্থিত মণ্ডল পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে ভক্তিনগর থানার পুলিশ বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ সহ এক যুবককে গ্রেফতার করেছে। ধৃত যুবকের নাম বিল্টু সরকার। সে শান্তিনগর বউবাজার এলাকার বাসিন্দা।
সূত্র অনুসারে, ভক্তিনগর থানার পুলিশ গোপন তথ্য পায় যে পূর্ব বাইপাস এলাকায় মাদক পাচার হতে চলেছে। তথ্যের ভিত্তিতে, ভক্তিনগর থানার পুলিশ শুক্রবার গভীর রাতে উক্ত এলাকায় অভিযান চালিয়ে এক বাইক আরোহীকে আটক করে। তাকে তল্লাশি করা হলে, তার ব্যাগ থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করা হয়েছে। এরপর এনডিপিএস আইনে মামলা দায়ের করে যুবককে গ্রেফতার করা হয়। একই সাথে পাচারে ব্যবহৃত বাইকটিও বাজেয়াপ্ত করা হয়। ভক্তিনগর থানার পুলিশ পরবর্তী পদক্ষেপ নিতে শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি