অমেঠি,২৬ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের অমেঠি জেলাতে বিষাক্ত জন্তুর কামড়ে মৃত্যু হল এক কিশোরীর। ঘটনাটি ঘটেছে , শুক্রবার রাতে অমেঠির হরগাঁও গ্রামে। শনিবার স্থানীয় সূত্রে জানা গেছে,সলনি (১২) শুক্রবার রাতে বাড়ির কাজ করছিল। সেই সময় আচমকাই একটি বিষাক্ত জন্তু তাকে কামড়ায়। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন তাকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানেই চিকিৎসা চলাকালীন গভীর রাতেই মৃত্যু হয় তার।
মৃত সলনির বাবা জানান, তাঁর তিন সন্তান। সলনি দ্বিতীয়। বড় মেয়ে ১৪ বছরের, ছোট ছেলে সংকেতের বয়স ৫ বছর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এক পুলিশ আধিকারিক জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কিশোরী এই অকাল মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য