বিশালগড় (ত্রিপুরা), ২৫ জুলাই (হি.স.) : রাস্তাঘাট সহ বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামোর উন্নয়ন, সংস্কার ইত্যাদির মাধ্যমে ত্রিপুরায় এখন উন্নয়নের জোয়ার বইছে। শুক্রবার সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমার অন্তর্গত কসবেশ্বরী মন্দির প্রাঙ্গণে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা একথা বলেন।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থানুকুল্যে কমলাসাগর পর্যটন পরিকাঠামো উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নতুন ভাবে সাজিয়ে তোলা কসবা ভিউ টুরিস্ট লজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রূ। অনুষ্ঠানে এছাড়াও মুখ্যমন্ত্রী চতুর্দশ দেবতা মন্দির এলাকার পর্যটন পরিকাঠামোর উন্নয়নে ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, শুধুমাত্র চলতি বছরের প্রথম ৭ মাসে রাজ্যের বিভিন্ন জায়গায় ৭৭২ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপ্রেরণায় এবং তাঁর নির্দেশিত পথে ত্রিপুরা সামনের দিকে এগিয়ে চলেছে। নেওয়া হচ্ছে একের পর এক উন্নয়নমূলক প্রকল্প।
অনুষ্ঠানের বিশেষ অতিথি পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, প্রসাদ স্কিমে ৫১ কোটি টাকা ব্যয়ে ৫১ পীঠের রেপ্লিকায় উদয়পুরের বনদোয়ারে যে ধর্মীয় পর্যটন কেন্দ্রটি গড়ে উঠছে তা এখন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। এছাড়া রাজন্য স্মৃতি বিজরিত কসবেশ্বরী কমলাসাগর কালীবাড়িকেও এই প্রকল্পে সাজিয়ে তোলা হচ্ছে। ধর্মীয় পর্যটনের পাশাপাশি ইকোট্যুরিজম, অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ক্ষেত্রেও রাজ্যকে সাজিয়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
পর্যটন দফতরের সচিব ইউ কে চাকমা, বিধায়ক অন্তরা সরকার দেব, সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, সিপাহীজলা জেলার জেলাশাসক ডাঃ সিদ্ধার্থ শিব জয়সওয়াল, পুলিশ সুপার বিজয় দেববর্মা, পর্যটন উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর প্রশান্ত বাদল নেগি প্রমুখ।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das