রাঁচি, ২৬ জুলাই (হি.স.): খালে স্নান করতে নেমে ডুবে মৃত্যু চার জনের। শনিবার সকালে ঝাড়খণ্ডের সরাইকেলা-খরসওয়াঁ জেলার দালাইকেলায় দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, ৬ জন যুবক খালে স্নান করতে নেমেছিলেন। সকাল ১০টা নাগাদ চার জনই ডুবে যান। দালাইকেলা ও জোজোডিহির মাঝখান দিয়ে বয়ে চলা ওই খাল থেকে চার জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। খরসওয়াঁর বেসরকারি একটি হাসপাতালে তাঁদের নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানকার চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ