কাকদ্বীপ, ২৪ জুলাই (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে চাষের জমি থেকে উদ্ধার হল তৃণমূল কংগ্রেস নেতার ভাইপোর দেহ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে চাষের ক্ষেত থেকে উদ্ধার এক যুবকের রক্তাক্ত মৃতদেহ। ঘটনাটি ঘটেছে সুন্দরবন পুলিশ জেলার হারউড পয়েন্ট কোস্টাল থানা এলাকায়। মৃতের নাম রাকিব সেখ (২৭)। মৃতের বাড়ি স্থানীয় রামতনুনগর গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর বুথে।
এই বুথের সদস্য সালাউদ্দিন সেখের ভাইপো রাকিব। মৃতদেহ উদ্ধার হয়েছে পাশের বুথ এলাকা থেকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে। এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। তবে, পুলিশের অনুমান খুন করা হয়েছে রাকিবকে। এই খুনের পিছনে কোনও রাজনৈতিক কারণ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা