ব্যবসায় বাঙালি - ২০২৫, বিজনেস কনক্লেভ সম্পন্ন সল্টলেকের ইকো সেন্টারে
সল্টলেক, ২৫ জুলাই (হি. স.) : গ্লোবাল বেঙ্গলি বিজনেস কম্যুনিটির উদ্যোগে শুক্রবার সল্টলেকের সেক্টর ফাইভের ইকো সেন্টারে ব্যবসায় বাঙালি শীর্ষক অনুষ্ঠানে ব্যাপক সাড়া মিলেছে। প্রথম এই উদ্যোগের আয়োজক ব্যবসায় বাঙালি ফাউন্ডেশন। উল্লেখ্য, দেশ ও বিদেশের প্রথ
সল্টলেকের ইকো সেন্টারে আয়োজিত ব্যবসায় বাঙালি শীর্ষক অনুষ্ঠান


সল্টলেক, ২৫ জুলাই (হি. স.) : গ্লোবাল বেঙ্গলি বিজনেস কম্যুনিটির উদ্যোগে শুক্রবার সল্টলেকের সেক্টর ফাইভের ইকো সেন্টারে ব্যবসায় বাঙালি শীর্ষক অনুষ্ঠানে ব্যাপক সাড়া মিলেছে। প্রথম এই উদ্যোগের আয়োজক ব্যবসায় বাঙালি ফাউন্ডেশন। উল্লেখ্য, দেশ ও বিদেশের প্রথম প্রজন্মের বাঙালি উদ্যোক্তাদের তরফেও এদিন যুগান্তকারী সন্ধিক্ষণ। এটি প্রথম বার্ষিক ব্যবসায়িক সমাবেশ। যদিও সীমান্তের বাইরে ব্যবসায় বাঙালি এই বিষয়কে সামনে রেখে বিজনেস কনক্লেভ - ২০২৫ সম্পন্ন হয়েছে । দেশ ও বিদেশের প্রবাসী বাঙালি, শিল্পপতি, বিনিয়োগকারী, কর্পোরেট, পেশাদার এবং স্টার্ট আপ সংস্থাও অংশগ্রহণ করে। সংগঠনের প্রধান প্রতিষ্ঠাতা সুব্রত চ্যাটার্জি এই প্রসঙ্গে বলেন, বাঙালিরা যে ব্যবসা করছে দেশের বিভিন্ন প্রান্তে তাদের মধ্যেই যোগসূত্র গড়ে তুলতে প্রথম চিন্তাভাবনা ও উদ্যোগপতিদের একত্রে আনার পরিকল্পনায় কাজ শুরু হয়েছে। ১৮ মাস ধরে চলেছে নিরন্তর পরিকল্পনা। ২০২৪ সালে সংগঠনের যাত্রা আরম্ভ হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরেন্দ্র পুর রামকৃষ্ণ মিশনের সন্ন্যসী বেদাতিতানন্দ এবং টেকনো ইন্ডিয়া গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর ও সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সত্যম রাায়চৌধুরী প্রমুখ । এই অনুষ্ঠান কলকাতায় অনুষ্ঠিত হলেও আগামীদিনে পুরুলিয়া - বাঁকুড়া, আসানসোল - দূর্গাপুরে ছড়িয়ে দিতে রয়েছে ভবিষ্যতের ভাবনাচিন্তা। এদিকে, বৃষ্টি বিঘ্নিত পরিবেশেই ১৫০ - এর কাছাকাছি উদ্যোগপতি এই অনুষ্ঠানে সামিল হয়েছেন। স্টার্ট আপ সংস্থাও যোগদান করে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande