রাঁচি, ২৩ জুলাই (হি.স.): ঝাড়খণ্ড হাইকোর্টের নবনিযুক্ত প্রধান বিচারপতি তরলোক সিং চৌহান বুধবার শপথ গ্রহণ করেন। রাজভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গোয়ার তাঁকে শপথ বাক্য পাঠ করান। তিনি ঝাড়খণ্ড হাইকোর্টের ১৭তম প্রধান বিচারপতি পদে আসীন হলেন।
মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিধানসভার স্পিকার রবীন্দ্র নাথ মাহাতো, মুখ্য সচিব অলকা তিওয়ারি, হাইকোর্টের অন্যান্য বিচারপতি, হাইকোর্টের অ্যাডভোকেট জেনারেল রাজীব রঞ্জন, রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান, কাউন্সিলের সদস্যসহ অনেক আইনজীবী এবং অনেক প্রশাসনিক কর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিচারপতি তরলোক সিং চৌহান সিমলা থেকে স্কুল শিক্ষা গ্রহণ করে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় চণ্ডীগড় থেকে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। তিনি ১৯৮৯ সালে হিমাচল প্রদেশ বার কাউন্সিলে একজন আইনজীবী হিসেবে স্বীকৃতি লাভ করেন। ২০১৪ সালে তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে পদোন্নতি পান। একই বছর তিনি স্থায়ী বিচারক হিসেবে নিযুক্ত হন। গত ১৫ জুলাই রাষ্ট্রপতির কার্যালয় থেকে ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি চৌহানের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া