কাটিহার, ২৩ জুলাই (হি.স.) : গোপন খবরের ভিত্তিতে বুধবার ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস ট্রেনের কামরা থেকে ৫১ কেজি গাঁজা উদ্ধার করে রেলওয়ে সুরক্ষা বাহিনী। যার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা। গাঁজা বগির সিটের নিচে বেওয়ারিশ অবস্থায় ছোট-বড় প্যাকেটে রাখা হয়েছিল। রেলওয়ে সুরক্ষা বাহিনী গাঁজা বাজেয়াপ্ত করে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও গ্রেফতার করা না হলেও রেলওয়ে পুলিশ তদন্ত করছে।
আবার রেলওয়ে সুরক্ষা বাহিনী নিবিড় তল্লাশি অভিযানে কাটিহার স্টেশনে এক যাত্রীর চুরি যাওয়া মোবাইল ফোন সহ এক মোবাইল চোরকে হাতেনাতে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তির নাম মহম্মদ আফজাল। সে কাটিহারে এসে যাত্রীদের মোবাইল এবং ল্যাপটপ চুরি করত। সে অতীতে জেলও খেটেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া