পুলিশের গুলিতে জখম ডাকাত, গ্রেফতার
ফিরোজাবাদ, ২৩ জুলাই (হি.স.) : মঙ্গলবার গভীর রাতে পুলিশের এক অভিযানে খয়েরগড় থানার পুলিশ রবিন ওরফে হুন্ডি নাম এক ডাকাতকে গ্রেফতার করেছে। ছিনতাই ও ডাকাতির ঘটনায় রবিন পুলিশের খাতায় ওয়ান্টেড ছিল। পায়ে গুলিবিদ্ধ হয়ে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্ত
পুলিশের গুলিতে জখম ডাকাত, গ্রেফতার


ফিরোজাবাদ, ২৩ জুলাই (হি.স.) : মঙ্গলবার গভীর রাতে পুলিশের এক অভিযানে খয়েরগড় থানার পুলিশ রবিন ওরফে হুন্ডি নাম এক ডাকাতকে গ্রেফতার করেছে। ছিনতাই ও ডাকাতির ঘটনায় রবিন পুলিশের খাতায় ওয়ান্টেড ছিল। পায়ে গুলিবিদ্ধ হয়ে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ত্রিগুনা বিসেন জানিয়েছেন,গত ৩ জুলাই খয়েরগড় থানায় দায়ের একটি মামলায় কিস্তি আদায়কারী এজেন্টকে অভিযুক্ত ও তার তিন সহযোগী বন্দুক দেখিয়ে মোবাইল ফোন এবং ব্যাগ ছিনিয়ে নেয় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর ৩টি পুলিশ দল গঠন করা হয়। ওইদিন রাতে পুলিশ ঘটনার সাথে জড়িত অভিযুক্ত অবধেশ ওরফে ধানসুকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদের পর অন্যান্য অভিযুক্তদের নাম জানা যায়।

মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবর আসে যে এই ঘটনার পলাতক অভিযুক্ত রবিন ওরফে হুন্ডি মাঠে লুকিয়ে আছে। তাকে ঘেরাও করা হলে অভিযুক্ত রবিন ওরফে হুন্ডি পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশের পাল্টা গুলিতে অভিযুক্ত রবিন আহত হয়। অভিযুক্তদের কাছ থেকে ১টি অবৈধ পিস্তল, ১টি খালি কার্তুজ, ১টি তাজা কার্তুজ এবং লুট করা ২,৬৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / পাপিয়া




 

 rajesh pande