শিলিগুড়ি, ২৩ জুলাই (হি.স.) : শিলিগুড়ির খড়িবাড়ি সীমান্ত থেকে এক নাবালিকা মেয়েকে অপহরণের অভিযোগে মা ও ছেলেকে গ্রেফতার করেছে সশস্ত্র সীমা বল (এসএসবি)। ধৃতদের নাম শঙ্কর রায় এবং কাঞ্চি রায়। বুধবার, এসএসবি পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য উভয় অভিযুক্তকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয়।
প্রাপ্ত তথ্য অনুসারে, খড়িবাড়ির ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে দুই ব্যক্তি এক নাবালিকা মেয়েকে নিয়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিল। সেই সময় এসএসবি জওয়ানরা তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। জওয়ানদের জিজ্ঞাসাবাদে কিছু অনিয়ম পাওয়া যায়। এর পরে, নাবালিকাকে অপহরণের অভিযোগে এসএসবি তাদের উভয়কেই হেফাজতে নেয়। আসামিদের কাছ থেকে অসমের আধার কার্ড, ভোটার কার্ড এবং নেপালের নাগরিকত্বের নথি উদ্ধার করেছে এসএসবি। উদ্ধার হওয়া মেয়েটিকে বাড়িতে পাঠিয়েছে পুলিশ। খড়িবাড়ি থানার পুলিশ বিষয়টি তদন্ত করছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি