শ্রীভূমিতে ৮১ কোটি টাকার প্রস্তাবিত অত্যাধুনিক জল সরবরাহ প্রকল্পের ভূমিপূজন ও শিলান্যাস মন্ত্রী জয়ন্তমল্লের
শ্রীভূমি (অসম), ২৭ জুলাই (হি.স.) : শ্রীভূমি শহরে ৮১ কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত অত্যাধুনিক জল সরবরাহ প্রকল্পের ভূমিপূজন ও শিলান্যাস করেছেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ (রবিবার) সকালে অস
শ্রীভূমিতে প্রস্তাবিত জল সরবরাহ প্রকল্পের ভূমিপূজন ও   শিলান্যাস মন্ত্রী জয়ন্তমল্লের


অনুষ্ঠানমঞ্চে দুই মন্ত্রী কৌশিক রাই ও কৃষ্ণেন্দু পাল, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, প্রাক্তন সাংসদ মিশনরঞ্জন দাস, পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, শ্রীভূমি জেলা বিজেপির বর্তমান এবং প্রাক্তন সভাপতি যথাক্রমে সঞ্জীব বণিক ও সুব্রত ভট্টাচার্য


শ্রীভূমি (অসম), ২৭ জুলাই (হি.স.) : শ্রীভূমি শহরে ৮১ কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত অত্যাধুনিক জল সরবরাহ প্রকল্পের ভূমিপূজন ও শিলান্যাস করেছেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ (রবিবার) সকালে অসমের আরও দুই মন্ত্রী কৌশিক রাই ও কৃষ্ণেন্দু পাল, স্থানীয় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, রাতাবাড়ির (অধুনা রামকৃষ্ণনগর) বিধায়ক বিজয় মালাকার, রাজ্যসভার প্রাক্তন সদস্য মিশনরঞ্জন দাস, শ্ৰীভূমির পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, শ্রীভূমি জেলা বিজেপির বর্তমান এবং প্রাক্তন সভাপতি যথাক্রমে সঞ্জীব বণিক ও সুব্রত ভট্টাচার্য, পুর কমিশনারগণ, জেলাশাসক প্রদীপকুমার দ্বিবেদী, বিভাগীয় বিভিন্ন পদমর্যাদার আধিকারিক ও কর্মচারী সহ বহু বিশিষ্ট নাগরিকদের সঙ্গে নিয়ে শ্রীভূমি শহরে অবস্থিত লঙ্গাই রোডে পুরনো জল শোধনাগার সাইটে বহু-প্রত্যাশিত অত্যাধুনিক জল সরবরাহ প্রকল্পের ভূমিপূজন ও শিলান্যাস করেছেন মন্ত্ৰী জয়ন্তমল্ল বরুয়া।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া বলেন, যশস্বী মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার যুগান্তকারী উদ্যোগে শ্রীভূমি শহরে আজ ৮১ কোটি টাকা ব্যয়সাপেক্ষে নির্মাণযোগ্য অত্যাধুনিক জল সরবরাহ প্রকল্পের ভূমিপূজন ও শিলান্যাস হয়েছে। এই প্রকল্পটির লক্ষ্য, শহরের ২৭টি পুর-ওয়ার্ডে ২৪ ঘণ্টা পরিস্রুত পানীয় জল সরবরাহ করা, যা জল জীবন মিশনের অধীনে পরিকাঠামো উন্নয়নের দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ৷ জল জীবন মিশন সম্পৰ্কে মন্ত্ৰী বলেন, রাজ্য জুড়ে প্রস্তাবিত ২৯ হাজার প্রকল্পের মধ্যে ১৪ হাজার প্রকল্পের কাজ সম্পন্ন হয়ে গেছে।

মন্ত্রী বরুয়া বলেন, জল সরবরাহ প্রকল্পটি আগামী তিন বছরের মধ্যে শেষ করার সময়সীমা ধার্য করা হয়েছে। একবার চালু হয়ে গেলে এটি শহুরে নাগরিকদের কাছে নিরবচ্ছিন্ন বিশুদ্ধ জল সরবরাহ করবে, বলেন মন্ত্রী।

ভূমিপূজন ও শিলান্যাস অনুষ্ঠানের পর বিজেপির বিভিন্ন পদমর্যাদার পদাধিকারী ও কার্যকর্তাদের সঙ্গে তিন মন্ত্রী জেলা গ্রন্থাগার মিলনায়তনে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ সম্প্রচার শুনেছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande