ফের বড় ঘোষণা, এবার বিহার সাফাই কর্মচারি কমিশন গঠনের নির্দেশ নীতীশের
পাটনা, ২৭ জুলাই (হি.স.): ফের বড় ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এবার বিহার সাফাই কর্মচারি কমিশন গঠনের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। রবিবার সকল টুইট করে নীতীশ কুমার জানিয়েছেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, বিহারের সাফাই কর্মীদের
নীতীশের বিনামূল্যে বিদ্যুৎ ঘোষণায় খুশি বিজেপি


পাটনা, ২৭ জুলাই (হি.স.): ফের বড় ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এবার বিহার সাফাই কর্মচারি কমিশন গঠনের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। রবিবার সকল টুইট করে নীতীশ কুমার জানিয়েছেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, বিহারের সাফাই কর্মীদের অধিকার ও স্বার্থের জন্য বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুরক্ষা, কল্যাণ, পুনর্বাসন, সামাজিক উন্নয়ন, অভিযোগ প্রতিকার এবং তদারকি নিশ্চিত করার জন্য আমি বিভাগকে বিহার রাজ্য সাফাই কর্মচারী কমিশন গঠনের নির্দেশ দিয়েছি। এই কমিশন স্যানিটেশন কর্মীদের স্বার্থ সম্পর্কিত পরামর্শ প্রদান করবে, তাদের অধিকার সুরক্ষার বিষয়ে সরকারকে পরামর্শ দেবে এবং স্যানিটেশন কাজে নিযুক্তদের সঙ্গে সম্পর্কিত কল্যাণমূলক প্রকল্পগুলি পর্যালোচনা ও বাস্তবায়নের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

নীতীশ কুমার আরও জানান, বিহার রাজ্য সাফাই কর্মচারী কমিশনে একজন চেয়ারপারসন, একজন ভাইস-চেয়ারপারসন এবং একজন মহিলা/ট্রান্সজেন্ডার-সহ পাঁচজন সদস্য থাকবেন। এই কমিশন স্যানিটেশন কাজে নিযুক্ত সমাজের বঞ্চিত অংশগুলিকে মূলধারায় একীভূত করতে এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande