নয়াদিল্লি, ২৭ জুলাই (হি.স.): টেক্সটাইল শুধুমাত্র একটি ক্ষেত্র নয়, ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যের অনন্য উদাহরণ। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মন-কি-বাত অনুষ্ঠানের ১২৪-তম পর্বে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ১৯০৫ সালের ৭ আগস্ট দেশে আরেকটি বিপ্লব শুরু হয়। স্বদেশী আন্দোলন স্থানীয় পণ্য, বিশেষ করে তাঁতকে নতুন শক্তি দিয়েছিল। সেই স্মরণে, দেশ প্রতি বছর ৭ আগস্ট জাতীয় তাঁত দিবস পালন করে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ২০৪৭ সালে বিকশিত ভারতের পথ স্বনির্ভরতার মধ্য দিয়ে যায়, এবং আত্মনির্ভর ভারতের সবচেয়ে শক্তিশালী ভীত হল 'লোকাল ফর ভোকাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বস্ত্র (টেক্সটাইল) ভারতের কেবল একটি ক্ষেত্র নয়; এটি আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি উদাহরণ।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ