নয়াদিল্লি, ২৭ জুলাই (হি.স.) : উত্তরাখণ্ডের হরিদ্বারে মনসা দেবী মন্দিরে পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে এই ঘটনার পর সামাজিক মাধ্যম এক্স -তে একটি পোস্টে মোদী লিখেছেন, উত্তরাখণ্ডের হরিদ্বারে মনসা দেবী মন্দিরে পদপিষ্টে প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা। আহতরা দ্রুত আরোগ্য লাভ করুক। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সাহায্য করছে।
উল্লেখ্য, রবিবার হরিদ্বারের মনসা দেবী মন্দিরে পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে এবং বহু পুণ্যার্থী আহত হয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া